মেধাবীদের সংগঠন ‘ফ্রেন্ডস ইউনিটি ব্লাড ডোনার ক্লাব’
- আবদুল মান্নান:-
- প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৫২ AM , আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৫২ AM
ফেনী জেলার মধ্যে রক্তদানে বিশেষ অবদানের জন্য সর্বপ্রথম সরকার নিবন্ধিত সেচ্ছাসেবী সংগঠন 'ফ্রেন্ডস ইউনিটি ব্লাড ডোনার ক্লাব' মেধাবীদের সংগঠন। তাদের সাংগঠনিক কাজগুলো যেমন গোছানো তেমনি তাদের অফিসটিও গোছানো এবং পরিপাটি। পরশুরামে স্বেচ্ছাসেবী নামে আমরা একাধিক সংগঠন দেখেছি কিন্তু নানান চড়াই উৎরাই পেরিয়ে এখনো পর্যন্ত পরশুরামে সুনামের সাথে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করছেন 'ফ্রেন্ডস ইউনিটি ব্লাড ডোনার ক্লাব'। কাজ করলে আলোচনা-সমালোচনা হয় কিন্তু নানান প্রতিবন্ধকতা কাটিয়ে টিকে থাকাটাই মূল বিষয়। প্রতিষ্ঠালগ্নের শুরু থেকে ফ্রেন্ডস ইউনিটি ভাল কাজগুলো করে যাচ্ছে। আশা করছি ভবিষ্যতেও তারা সকল সমালোচনা উপেক্ষা করে মানুষের কল্যাণে কাজ করবে।
শুক্রবার (২০ সেপ্টেম্বর) ফ্রেন্ডস ইউনিটি ব্লাড ডোনার ক্লাবের সাবেক এবং বর্তমান সদস্যদের মিলনমেলা এবং আলোচনা সভায় উপস্থিত থেকে অতিথির বক্তব্যে এসব কথা বলেন পরশুরাম প্রেস ক্লাবের সভাপতি ও ফ্রেন্ডস ইউনিটি ব্লাড ডোনার ক্লাবের উপদেষ্টা এম এ হাসান।
শুক্রবার পরশুরাম উপজেলার পোস্ট অফিস রোডে অবস্থিত সাংগঠনিক অফিসে সংগঠনটির সদস্যদের আয়োজনে সাবেক এবং বর্তমান সদস্যদের মিলনমেলা এবং আলোচনা সভা কার্যকরি সদস্য সজিব মজুমদারের কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, ফ্রেন্ডস ইউনিটি ব্লাড ডোনার ক্লাবের উপদেষ্টা ডাক্তার তৌহিদুল ইসলাম বাবু ।
ফ্রেন্ডস ইউনিটি ব্লাড ডোনার ক্লাবের সভাপতি মো: রাকিবের সভাপতিত্বে ও কর্যকরি কমিটির সাবেক সদস্য ইউছুফ আহম্মেদ নিশাদ এর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন,ফ্রেন্ডস ইউনিটি ব্লাড ডোনার ক্লাবের উপদেষ্টা মাস্টার বেলাল হোসেন, পরশুরাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মহিউদ্দিন,দৈনিক ভোরের কাগজ'র পরশুরাম প্রতিনিধি আব্দুল মান্নান, ফ্রেন্ডস ইউনিটি ব্লাড ডোনার ক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন, সহ-সভাপতি আসিফ মহমুদ,সাবেক সভাপতি আনোয়ার হোসেন জাহিদ, সাধারণ সম্পাদক মো:নাহিদ, সদস্য- জিসান শাকিল, সাইফুল ইসলাম রিমন, মো: নয়ন সহ আরও অনেকেই।
এসমময় বক্তারা সংগঠনের কার্যক্রমের প্রতি বিভিন্ন অনুভূতি ও ভুল-ত্রুটি তুলে ধরেন এবং তা সমাধানে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। পরে উপস্থিত অতিথি'রা পরশুরামের স্মরণকালে ঘটে যাওয়া ভয়াবহ বন্যায় উদ্ধার কার্যক্রম থেকে শুরু করে ত্রাণ বিতরণ, বিভিন্ন জেলা থেকে আগত স্বেচ্ছাসেবী সংগঠন, সংস্থা এবং বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তাদের সহযোগিতা করে বন্যায় কবলিত মানুষদের কল্যাণে কাজ করায় বিশেষ অবদান রাখর জন্য ফ্রেন্ডস ইউনিটি ব্লাড ডোনার ক্লাবের ছয়(৬) সদস্যকে সম্মাননা স্মারক প্রদান করেন।