পার্বত্য জেলায় গিয়ে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা
- মোমেন্টস ডেস্ক
- প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৪:০৬ PM , আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৪:০৬ PM
গত কয়েকদিন ধরেই সহিংসতা ও সংঘর্ষে উত্তাল বাংলাদেশের পার্বত্য জেলা। এ প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, পাহাড়ে সম্প্রীতি বিনষ্ট করার ষড়যন্ত্র করলে তাদের কঠোর হস্তে দমন করা হবে।
আজ শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে রাঙামাটির সেনা রিজিয়নে এসব কথা বলেন তিনি।
পাহাড়ে সংঘাতময় পরিস্থিতিতে রাঙামাটি ও খাগড়াছড়ি সফর করছেন স্বরাষ্ট্র উপদেষ্টার নেতৃত্বে তিন উপদেষ্টা। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘পার্বত্য দুই জেলায় যে সংঘাত ঘটেছে, তা তদন্তে উচ্চক্ষমতাসম্পন্ন কমিটি গঠন করা হবে।’
আজ দুপুর ১২টার দিকে হেলিকপ্টারে করে রাঙামাটির বিজিবি হেডকোয়ার্টারে পৌঁছান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, পার্বত্য চট্টগ্রামবিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা ও স্থানীয় সরকার উপদেষ্টা এএফ. হাসান আরিফ।
পরে তাঁরা রাঙামাটির সেনা রিজিয়নে যান। সেখানে তাঁরা রাজনৈতিক নেতা, সুশীল সমাজ ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে মতবিনিময় করেন। এর পর রাজনৈতিক নেতাদের সঙ্গে মতবিনিময় করতে খাগড়াছড়ি যান তিন উপদেষ্টা।