টেকেরহাটে জামায়াতের সীরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২০২৪ ইং

 রাজৈর উপজেলা
  © টিবিএম

বাংলাদশ জামায়াতে ইসলামী রাজৈর উপজেলা শাখার উদ্যোগে আজ ২১ই সেপ্টেম্বর রোজ শনিবার সকাল ৮.০০ টা থেকে টেকেরহাট নুরজাহান কমিউনিটি সেন্টারে সিরাতুন্নবী (সাঃ) উপলক্ষ্যে রাসূলুল্লাহ (সাঃ) এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা আমির সহকারী অধ্যাপক আলী আহমেদ আকন এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদারীপুর জেলা জামায়াতের সম্মানিত আমীর উপাধ্যক্ষ মাওলানা আব্দুস সোবহান খান, প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন প্রখ্যাত আলেমেদিন আল্লামা ড. কামরুল ইসলাম সাঈদ আনসারী পীরজাদা টেকেরহাট, সঞ্চালনা করেন উপজেলা সেক্রেটারী কাজী নজরুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন দ্বায়িত্বশীল ব্যক্তিবর্গ।

প্রধান আলোচক তার আলোচনায় বলেন জামায়াতে ইসলামী একটি ধর্মীয় রাজনৈতিক দল, তিনি ইসলাম ধর্মে রাজনৈতিক দলের গুরুত্ব নিয়ে ব্যাখ্যা করেন। সমাজে ইসলামি আইন ও অর্থনীতি প্রতিষ্ঠা করতে হলে শুধুই নামাজ রোজা হজ্ব করলেই হবেনা ইসলামি রাজনীতি করতে হবে।