১১ বছর বয়সে হাফেজ হলেন সাকিব
- ওসমান গনি
- প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৪, ১০:৪২ AM , আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৪, ১০:৪২ AM
সাকিব মো: আবদুল্লাহ নামে ১১ বছরের শিশু পবিত্র আল কোরআন হেফজ সম্পূর্ণ করেছে। সাকিব ফেনী জেলার পরশুরাম উপজেলার পালপাড়া গ্রামের বাসিন্দা। সাকিবের পিতাঃ রায়হান উদ্দিন এবং মাতা: মোসা. নাঈমা আক্তার।
সাকিব ২০২১ সালের জানুয়ারী মাসে স্থানীয় দক্ষিণ মনিপুর আবু হুরায়রা মাদ্রাসায় ভর্তি হয়। এরপর হাফেজ মো ইসমাইল এর অধিনে হেফজ সম্পূর্ণ করে। সাকিব মির্জানগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও সুবার বাজার ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা নুর মুহাম্মদ এর নাতি। মাওলানা রায়হান উদ্দিনের বড় ছেলে।
সাকিবের বাবা বলেন, “আমার বড় ছেলে সাকিব মো: আবদুল্লাহকে করোনার পরে ২০২১ সালের দিকে দক্ষিণ মনিপুর আবু হুরায়রা মাদ্রাসায় ভর্তি করাই। গতকাল আমার ছেলে হেফজ সম্পূর্ণ করে। আল্লাহর দরবারে।শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সকলে আমার ছেলের জন্য দোয়া করিবেন।আল্লাহ্ যেন এক জন আলেম হিসেবে কবুল করেন,আমিন।”
এদিকে সাকিবের এমন সাফল্যে তার পরিবারসহ খুশি পুরো এলাকাবাসী। সাকিবের দাদা মৌলভি আমির উদ্দিন বলেন, আমার ২ নাতি হাফেজ। সাকিব এলাকার সর্বকনিষ্ঠ হিসেবে অল্প বয়সে হেফজ সম্পূর্ণ করেছে। আল্লাহ তাকে দীনের পথে কবুল করুক, ন্যাক হায়াত দান করুক।
সাকিবের নানা মাওলানা নুর মুহাম্মদ বলেন, আমার নাতিকে দীনের পথে আল্লাহ কবুল করেন আর যেন বড় আলেম হতে পারে আল্লাহর কাছে এ দোয়া করি। আলেম হয়ে ইসলামের খেদমত করার আশা ব্যক্ত করে সাকবি সবার কাছে দোয়া চেয়েছেন।