২৪ সেপ্টেম্বর, ঐতিহাসিক শুভযাত্রা:

হরিণাকুন্ডুতে বিসিএস-জয়ের নতুন শিক্ষামিশন 

হরিণাকুন্ডু
  © ফাইল ফটো

হরিণাকুন্ডুর ইতিহাসে প্রথমবারের মতো  ছাত্র-ছাত্রীদের নিয়ে সূচিত হতে যাচ্ছে মেধা উন্নয়নের এক  মাইলফলক। বিসিএস-জয়ের স্বপ্নপূরণে  উদ্দীপ্ত হয়েছে হরিণাকুন্ডুর ছাত্রসমাজ।

ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলায় "বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরাম, হরিণাকুন্ডু" এবং "স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব শ্রীপুর (SWAS)" এর যৌথ ব্যবস্থাপনায় হরিণাকুন্ডুর প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে   ৮ম- ১২দশ শ্রেণীর শিক্ষার্থীদের আসন্ন ২৪ সেপ্টেম্বর ২০২৪, মঙ্গলবার, সকাল  ১১ টায় "মেধা অন্বেষণ প্রতিযোগিতা"র চারটি বিষয় - বাংলা , ইংরেজি , গণিত ও সাধারণ জ্ঞান বিষয়ে সমগ্র হরিনাকুন্ডুর সকল শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে ,একই সময়ে ,একই প্রশ্নপত্রে,MCQ ও টিকচিহ্ন পদ্ধতিতে, ৫০ নম্বরের, 30 মিনিটের ,SWAS প্রণীত ও সরবরাহকৃত প্রশ্নপত্রে ,স্ব স্ব শিক্ষাপ্রতিষ্ঠানে, SWAS এর সহযোগিতায়  "মেধা অন্বেষণ প্রতিযোগিতা" অনুষ্ঠিত হওয়ার সকল প্রক্রিয়া সম্পন্ন হয়েছে ।

হরিণাকুন্ডুর ছাত্রসমাজের মেধা-যাচাই ও মেধা উন্নয়নের লক্ষ্যে উপজেলার  শ্রীপুর গ্রামের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের সংগঠন "স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অফ শ্রীপুর (SWAS)" কর্তৃক উদ্ভাবিত এবং প্রাথমিকভাবে শ্রীপুর ও পোড়াহাটি মাধ্যমিক বিদ্যালয়ে সফল পাইলটিং এর মাধ্যমে পরীক্ষিত একটি টেকসই পদ্ধতির আলোকে  গৃহীত একটি প্রকল্প সমগ্র হরিণাকুন্ডুব্যাপী সম্প্রসারণের লক্ষ্যে পুর্ব ঘোষিত রোডম্যাপ অনুযায়ী "মেধা অন্বেষণ প্রতিযোগিতা" নামক একটি প্রতিযোগিতামূলক পরীক্ষা আয়োজনের মধ্য দিয়ে এটি বাস্তবায়নের শুভসূচনা  হতে যাচ্ছে। SWAS এবং "বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরাম, হরিণাকুন্ডু" এর যৌথ ব্যবস্থাপনায় হরিণাকুন্ডুর প্রতিটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৮ম-১২দশ শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে আগামী ২৪ সেপ্টেম্বর ২০২৪, মঙ্গলবার বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ও বিসিএসসহ যে  কোনো চাকরী পরীক্ষার জন্য  অপরিহার্য বাংলা , ইংরেজি , গণিত ও সাধারণ জ্ঞান  এই ৪টি বিষয়ে  "মেধা অন্বেষণ প্রতিযোগিতা" পরীক্ষাটি অনুষ্ঠিত হবে ।

ইতোপূর্বে সমগ্র উপজেলার সকল বেসরকারি কলেজ, স্কুল ও মাদ্রাসাসহ মোট ৫১টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রত্যেকটিতে 'স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অফ শ্রীপুর' এর পক্ষ থেকে একটি বাংলা ব্যাকরণ, একটি ইংরেজি গ্রামার  ও একটি সাধারণ জ্ঞানের বই উপহার দেওয়া হয়েছে । 
                       
সমগ্র হরিনাকুন্ডুর ৫১ টি শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে ,একই সময়ে ,একই প্রশ্নপত্রে, MCQ ও টিকচিহ্ন পদ্ধতিতে, ৫০ নম্বরের, ৩০  মিনিটের ,SWAS প্রণীত ও সরবরাহকৃত প্রশ্নপত্রে ,স্ব স্ব শিক্ষাপ্রতিষ্ঠানে, SWAS এর তত্ত্বাবধানে উক্ত "মেধা অন্বেষণ প্রতিযোগিতা" অনুষ্ঠানের জন্যে সরবরাহকৃত সিলেবাস অনুযায়ী প্রশ্নপত্র প্রণয়ন  করা হয়েছে এবং এই প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণের জন্য  হরিণাকুন্ডুর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শ্রেণীর ছাত্রসমাজের মধ্যে ব্যাপক আগ্রহ ও উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে ।

বিগত ১৩ জুলাই ২০২৪ ইং তারিখে "বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরাম, হরিণাকুন্ডু" এবং SWAS এর যৌথ আয়োজনে প্রতিষ্ঠানপ্রধানগণের উপস্থিতিতে সমগ্র উপজেলার সকল বেসরকারি কলেজ, স্কুল ও মাদ্রাসাসহ মোট ৫১ টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রত্যেকটিতে 'স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অফ শ্রীপুর' এর পক্ষ থেকে একটি বাংলা ব্যাকরণ, একটি ইংরেজি গ্রামার  ও একটি সাধারণ জ্ঞানের বই উপহার দেওয়া হয়েছে এবং হরিণাকুন্ডুর ছাত্রসমাজের মেধা উন্নয়নের লক্ষ্যে উপজেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠানে বছরে অন্তত দুইবার এবং বছর শেষে সমন্বিতভাবে একটি কেন্দ্রীয় “আন্তঃপ্রতিষ্ঠান মেধাঅন্বেষণ প্রতিযোগিতা” অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে ।

উল্লেখ্য যে,,হরিণাকুন্ডু উপজেলার শেষপ্রান্তে উত্তর-পশ্চিমে আলমডাঙ্গার সীমান্তে অবস্থিত শ্রীপুর গ্রামের বিশ্ববিদ্যালয়-পড়ুয়া কিছু স্বপ্নদ্রষ্টা তরুণের  ঐকান্তিক প্রচেষ্টায় সৃষ্টি হয়েছে স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব শ্রীপুর ( SWAS) । ২০১৭ সালে যাত্রা শুরু করে স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব শ্রীপুর  গ্রামের শিক্ষা, স্বাস্হ্য, ক্রীড়াঙ্গন, সাহিত্য, শিল্প, ফটোগ্রাফিসহ সংস্কৃতির নানা অঙ্গনে নিম্নলিখিত কর্মসূচি বাস্তবায়ন করে আসছে-
 ক.দরিদ্র ও মেধাবী ছাত্র-ছাত্রীদের জন্য নিয়মিত মাসিক বৃত্তি,
খ.কৃতী শিক্ষীর্থীদের  সংবর্ধনা 
গ. শ্রীপুর লাইব্রেরি স্থাপনের, দৈনিক পত্রিকা ও মাসিক কারেন্ট এফেয়ার্স পত্রিকার ব্যবস্থা করা 
ঘ. শ্রীপুর কম্পিউটার কেন্দ্র স্থাপনের মাধ্যমে গ্রামের সকল ছাত্র-ছাত্রীর জন্য বেসিক কম্পিউটার কোর্স ।
ঙ. ইংরেজি কোচিং, অংক কোচিং
চ.মেধা অন্বেষণ প্রতিযোগিতা, অনলাইন কুইজ, বিতর্ক প্রতিযোগিতাসহ আরো অনেক কর্মসূচি।
ছ. ডায়াবেটিস রোগীদের সম্মেলন ; এ সম্মেলনে ৭৭ জন ডায়াবেটিস রোগীর ফ্রি রক্ত পরীক্ষা ফ্রি ব্লাডপ্রেসার এবং ফ্রি ওজন পরীক্ষা সম্পন্ন করা হয়েছে। 
জ.এছাড়া নিয়মিত টেলিমেডিসিনের মাধ্যমে রোগীদেরকে প্রয়োজনীয় পরামর্শ ও প্রেসক্রিপশন প্রদান ।
ঝ.জরুরি  প্রয়োজনে রক্ত দিতে সদা প্রস্তুত রয়েছে শ্রীপুরের একটি রক্তদাতা প্যানেল। 

Students Welfare Association of Sreepur (SWAS ) আয়োজিত‘মেধা অন্বেষণ প্রতিযোগিতা’র লক্ষ্য ও উদ্দেশ্য:
১.এসএসসি ও এইচএসসি  পরীক্ষায় ভালো রেজাল্ট করা; ২.পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার বিষয় ও প্রশ্নের ধরন সম্পর্কে সচেতন করা; ৩.বিসিএসসহ যেকোনো চাকরি পরীক্ষার বিষয় ও প্রশ্নের ধরন সম্পর্কে সচেতন করা ৪.উপজেলায়  সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থী পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ  যেকোনো চাকরী পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার যোগ্যতা অর্জন।৫. বছর শেষে উপজেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠানের বিজয়ী ছাত্র-ছাত্রীদের সমন্বয়ে একটি 'আন্ত:প্রতিষ্ঠান মেধা অন্বেষণ প্রতিযোগিতা' র আয়োজন করা।