ভারতে পাচারকালে ১ হাজার ৫০ কেজি ইলিশ জব্দ
- মোমেন্টস ডেস্ক
- প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৪, ১০:৩৯ PM , আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৪, ১০:৩৯ PM
বাংলাদেশের ইলিশ রপ্তানি বন্ধ হওয়ার খবরে ভারতে ব্যাপক দাম বেড়েছে খাদ্যপণ্যটির। তবে নতুন করে ৩০০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে সরকার। এর আগে দেশের বিভিন্ন জেলা থেকে ভারতে ইলিশ পাচারের খবর পাওয়া যায়। পাচারকালে কয়েক টন ইলিশ জব্দও করা হয়। এবার ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্ত দিয়ে ভারতে পাচারের চেষ্টাকালে ১ হাজার ৫০ কেজি ইলিশ মাছ জব্দ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
আজ সোমবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বিনাউটি ইউনিয়নের আদ্রা এলাকা থেকে পিকআপ ভ্যানভর্তি এসব ইলিশ জব্দ করা হয়। এ সময় সারোয়ার আলম নামে একজনকে আটক করা হয়। তিনি আদ্রা গ্রামের শহীদ ভূইয়ার ছেলে।
কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার মুক্তার জানান, ভারতে পাচারের উদ্দেশে ইলিশ মাছগুলো সংগ্রহ করা হয়েছিল। পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর একটি দল সেখানে গিয়ে পিকআপ ভ্যানভর্তি ইলিশ মাছ জব্দ করে। এ ঘটনায় কসবা থানায় মামলা দায়ের করা হবে।