গাজীপুরে বাসচাপায় প্রাণ গেল নারীর, বাসে আগুন
- মোমেন্টস ডেস্ক
- প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৪, ০৭:২৭ AM , আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৪, ০৭:২৭ AM
গাজীপুরে বাসের চাপায় এক নারী নিহতের জেরে উজান ভাটি পরিবহন নামের একটি বাসে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা। এ ঘটনায় একজন আহত হয়েছেন। সোমবার রাত ৯টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বোর্ড বাজার এলাকার লবঙ্গ রেস্টুরেন্টের সামনে এ দুর্ঘটনা ঘটে। হতাহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয়রা জানান, সোমবার রাত সাড়ে ৯টার দিকে উজান ভাটি পরিবহনের একটি বাস গাজীপুর থেকে ঢাকার দিকে যাচ্ছিল। বাসটি বোর্ড বাজার পৌঁছলে এক নারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে ওই নারী নিহত হন ও অপর একজন আহত হন। স্থানীয়রা বাসটি আটক করে আগুন ধরিয়ে দেয়। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনার পর বাসের চালক ও সহকারী পালিয়ে গেছেন।
গাছা থানার ওসি (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন জানান, বাসচাপায় এক নারী নিহতের জেরে বাসে অগ্নিসংযোগ করা হয়েছে। নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। দুর্ঘটনার পর বাসের চালক ও সহকারী পালিয়ে গেছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।