তেঁতুলিয়ায় বাংলাদেশ শিক্ষক সমিতি উপজেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- জুলহাস উদ্দীন, তেঁতুলিয়া পঞ্চগড় প্রতিনিধি;
- প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৫৮ PM , আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৫৮ PM
তেঁতুলিয়ায় বাংলাদেশ শিক্ষক সমিতি তেঁতুলিয়া উপজেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে উপজেলা কাজী শাহাবুদ্দীন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে সদস্যের ঐক্যমতের ভিত্তিতে ভিপি উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক হারুন অর রশিদ সভাপতি এবং রন্চন্ডি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল্লাহ -আল ফারুক সাধারন সম্পাদক পদে নির্বাচিত হন ।
১৯৮৮ সালে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে এই সংগঠনটি প্রতিষ্ঠিত হয়। ১৯৯০ সালে উপজেলা শাখা হিসেবে তেঁতুলিয়া উপজেলা শিক্ষক সমিতি যাত্রা শুরু করে। প্রতিষ্ঠার পর থেকে শিক্ষকদের স্বার্থ সংশ্লিষ্ট নানা কাজে বিশেষ ভূমিকা রেখে আসছে সংগঠনটি।
এসময় উপস্থিত ছিলেন,আমজুয়ানী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওমর আলী সাবেক সভাপতি, সিপাই পাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক তহিদুল হক সবেক সাধারন সম্পাদক,তেঁতুলিয়া কাজী শাহাবুদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ ইমদাদুল হক, সিপাই পাড়া বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক তাহেরুল ইসলাম, ফকিরপাড়া উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক আজিজুর হক, শালবাহান হাট উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক কাবুল হোসেন,শালবাহান হাট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু জাফর ও সোহরাব আলী প্রমুখ।