বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

ব্রাহ্মণবাড়িয়া
  © টিবিএম

ব্রাহ্মণবাড়িয়ায় মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের প্রতিবাদে নাসিরনগর উপজেলার গোয়ালনগর ইউনিয়নের একটি ভুক্তভোগী পরিবার সংবাদ সম্মেলন করেছে। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়। এসময় ভুক্তভোগী পরিবারের পক্ষে নাসিরনগর উপজেলার গোয়ালনগর ইউনিয়নের মোঃ ফরহাদ মিয়া পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন। সংবাদ সম্মেলনে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

ফরহাদ তার বক্তব্যে উল্লেখ করেন, "গত ২০/সেপ্টেম্বর/২০২৪ ইং তারিখে দৈনিক সমকাল পত্রিকায় প্রকাশিত 'ইউরোপ যাওয়ার স্বপ্নে নিঃস্ব নাসিরনগরের ২৫ যুবক' শিরোনামে, ২১/সেপ্টেম্বর/২০২৪ তারিখে দৈনিক প্রথম আলো পত্রিকায় ‘ইতালির কথা বলে ২৬ যুবককে পাঠানো হয় লিবিয়ায়, ‘দালাল চক্রের ফাঁদে পড়ে নিঃস্ব ২৫টি পরিবার’ শিরোনামে এবং ২২/সেপ্টেম্বর/২০২৪ তারিখে যমুনা টিভিতে ‘দালালের খপ্পরে পড়ে নিঃস্ব ব্রাহ্মণবাড়িয়ার ২৬ পরিবার’ শিরোনামে সংবাদ পরিবেশন করা হয়। যা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও কল্পনা প্রসূত। তথ্যের সত্যতা যাচাই না করেই প্রচারিত হয়েছে। উক্ত মিথ্যে সংবাদ পরিবেশনের ব্যাপারে আপত্তি ও মিথ্যে  সংবাদের উপর ভিত্তি করে বিনা ওয়ারেন্টে নিরপরাধ লোকদের গ্রেফতারের প্রতিবাদ  জানাতেই আমার ও আমার পরিবারের পক্ষ থেকে আজকের এই সংবাদ সম্মেলন। 
মুল বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করছি। 

আমি মোঃ ফরহাদ মিয়া ২০১৮-২০২৩ সাল পর্যন্ত লিবিয়ায় সুনামের সাথে প্রবাস জীবন কাটিয়েছি। এখন বর্তমানে বাংলাদেশে অবস্থান করছি। আমার বড় ভাই মোঃ মামুন মিয়া ১২ বছর যাবত রেমিট্যান্স যোদ্ধা হিসেবে সিংগাপুরে অবস্থান করছে। আর ছোট ভাই মোঃ আরমান মিয়া নাসিরনগর সদরে তৈরী পোশাক ব্যবসায়ী।

হাওর বেষ্টিত গোয়ালনগর ইউনিয়নে ইদানীং কালে মাদক ভয়াবহ রূপ ধারণ করেছে। মাদকের বিস্তার রোধে স্থানীয় সচেতন মহল মাদক নির্মূলের লক্ষে সচেতনতা বৃদ্ধি ও মাদক ব্যবসায়ীদের সামাজিকভাবে বয়কটের উদ্দেশ্যে মাদক নির্মূল কমিটি গঠন করেছে। উক্ত কমিটিতে আমি ও আমার পরিবারের লোকজন বলিষ্ঠ ভুমিকা পালন করে আসছি। ফলশ্রুতিতে স্থানীয় প্রভাবশালী মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের চক্ষুশূল হয়েছি।

বর্তমানে মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ ও সন্ত্রাসী সিন্ডিকেট সক্রিয়ভাবে আমাদের পরিবারের বিরুদ্ধে নানান ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। আমাকে ও আমার পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি প্রদান এবং হত্যাচেষ্টা করা হয়েছে। আমাদের পারিবারিক সুনাম নষ্টের উদ্দেশ্যে পরিকল্পিতভাবে ষড়যন্ত্রমূলক মানববন্ধন করিয়েছে। মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় আজ আমরা নিরাপত্তা ঝুঁকিতে আছি। যেকোনো সময়ে সন্ত্রাসী গোষ্ঠী ভয়ংকর কোনো দূর্ঘটনা ঘটাতে পারে সেই আশংকা থেকে আমাদের পরিবারের পক্ষ থেকে আমরা ইতোমধ্যে নাসিরনগর থানায় একটি সাধারণ ডায়েরী করেছি, যার জিডি নং - ৯০৩।

ভুক্তভোগীদের মধ্য থেকে যাদের মন্তব্য নেয়া হয়েছে তাদের সাথে আমার দূরতম সম্পর্ক নেই। যারা সাংবাদিকগণের কাছে ভিটেমাটি বিক্রি করে নিঃস্ব হয়ে গেছে বলে অভিযোগ করেছে তারা কেউই ভিটেহীন নয়।  কতিপয় দূস্কৃতিকারী অসৎ উদ্দেশ্যে গ্রামের সহজ সরল লোকদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে তাদের দিয়ে নানান রকমের বানোয়াট বক্তব্য প্রদান করিয়ে তা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করেছে। এতে করে আমার ও আমার পরিবারের ব্যাপক মানহানী হয়েছে। আমি তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।

কতিপয় দূষ্টু চক্রের সদস্য অভিযোগ করে বলেছেন আমি ব্যাপক অর্থবিত্তের মালিক যা সম্পূর্ণ ভিত্তিহীন ও নির্মম মিথ্যাচার। দেশে-বিদেশে কোথাও আমার নামে কোনো জায়গা-জমি কিংবা অবৈধ কোনো সম্পদ নেই। আমার ভাইদের নামেও কোনো সম্পদ নেই। অথচ কোনো রকমের যাচাই-বাছাই ছাড়াই আমার বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচার করা হয়েছে। একটি সংবাদ মাধ্যমে আমার কন্ঠ বলে একটি অডিও প্রকাশ করা হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যে ও বানোয়াট, এই কন্ঠ আমার নয়। 

এছাড়া আমার বিরুদ্ধে সংশ্লিষ্ট সংবাদ মাধ্যমগুলোতে যাদের নাম উল্লেখ করে সংবাদ প্রকাশ করা হয়েছে তাদের মধ্যে অনেকের সাথে কথা না বলেই তাদেরকে ভুক্তভোগী হিসেবে চালিয়ে দেয়া হয়েছে যা সংবাদ মাধ্যমগুলোর প্রতি মানুষের অনাস্থা সৃষ্টিতে ভুমিকা রাখতে পারে। আরো যাদের সাক্ষাৎকার নেয়া হয়েছে তাদের সাথে আমার ব্যক্তিগত লেনদেনের তথ্য চরম পর্যায়ের মিথ্যাচার। এই ধরনের মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদ পরিবেশন করায় আমি ও আমার পরিবার সংকিত এবং নিরাপত্তাহীনতায় ভুগছি। আজকে উপস্থিত সকল সাংবাদিক ভাইদের উদ্দেশ্যে আমাদের অনুরোধ, সত্য প্রকাশ করে আপনারা আমাদের পাশে দাঁড়ান। পরিশেষে, আপনাদের উপস্থিতি আমার ও আমার পরিবারের অসহায়ত্ব রোধে ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করে আপনাদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।"