ভারতে রপ্তানির জন্য বেনাপোলে ৪ হাজার কেজি ইলিশ

ইলিশ
  © ফাইল ছবি

প্রথম ভারতে ইলিশ পাঠানো হবে না বলে জানালেও দেশটির উচ্চপর্যায় থেকে অনুরোধ আসার পর ইলিশ পাঠানোর সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তীকালীন সরকার। সেই লক্ষে অবশেষে বন্ধুপ্রতীম রাষ্ট্র ভারতে যাচ্ছে বাংলাদেশি রুপালি ইলিশ। ৩০০০ টন ইলিশ রপ্তানির প্রথম চালানে যাচ্ছে ৪ টন বা ৪ হাজার কেজি। দুটি ট্রাকে করে ইলিশবোঝাই ২০০ বক্স মাছ বুধবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে পৌঁছায় বন্দরে। মৎস্য দফতরের অনুমতির অপেক্ষায় আছে চালানটি।

প্রতিকেজি মাছের রপ্তানি মূল্য পড়ছে ১০ ডলার। যার রপ্তানিকারক ঢাকার সাজ্জাদ এন্টারপ্রাইজ ও আমদানিকারক ভারতের পেট্টাপোলের আরজে এন্টারন্যাশনাল। আর চালানটির সিএন্ডএফ এজেন্ট লজিস্টিক বাংলাদেশ।

বেনাপোল বন্দর চেকপোস্টের সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহবুব  রহমান বলেন, ‘বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমতিপত্র নিয়ে ইলিশের চালান বন্দরে এলেও মৎস্য অধিদপ্তরের কোনো নির্দেশনা পাননি তারা। মন্ত্রণালয়ের অর্ডার পেলে ইলিশের চালান ভারতে প্রবেশের অনুমতি দেওয়া হবে।’

বেনাপোল সিএন্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান জানান, ভারতে ইলিশের চালানের গেটপাস হলেও  মৎস্য দফতরের ছাড়পত্র না পাওয়ায় বন্দর এলাকায় আটকে আছে চালানটি। কাস্টমস ও বন্দরে সাবমিট করা হয়েছে কাগজপত্র।

এ বিষয়ে কাস্টমস কর্তৃপক্ষ জানায়, মাছের চালানের কাগজপত্রের কাজ চলমান আছে। বৃহস্পতিবার চালানটি ভারতে প্রবেশের সম্ভাবনা রয়েছে।