তেঁতুলিয়ায় মিনিবাস-থ্রি হুইলার সংঘর্ষে থ্রি হুইলারের চালক নিহত
- জুলহাস উদ্দীন, তেঁতুলিয়া পঞ্চগড় প্রতিনিধি:
- প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৪, ০১:১৯ PM , আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৪, ০১:১৯ PM
তেঁতুলিয়া উপজেলায় যাত্রীবাহীবাস ও থ্রি হুইলার সংঘর্ষে আতিকুল্লাহ বাবু (২৬) নামে থ্রি হুইলারের চালকের মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৬ সেপ্তেম্বর) সকালে তেঁতুলিয়া উপজেলার শালবাহান ইউনিয়নের বোয়ালমারী এলাকায় তেঁতুলিয়া -পঞ্চগড় জাতীয় সড়কে এই দূর্ঘটনাটি ঘটে।
মৃত আতিকুল্লাহ বাবু জেলার বোদা পৌরসভার সর্দারপাড়া এলাকার মসলিম উদ্দিনের ছেলে৷
পুলিশ ও স্থানীয় সূত্র জানা যায়, বৃহস্পতিবার সকালে আতিকুল্লাহ একটি থ্রি হুইলার (পাগলু) চালিয়ে বেকারীর মালামাল ডেলিভারি দেয়ার উদ্দেশ্যে তেঁতুলিয়া যাচ্ছিলেন। এসময় তেঁতুলিয়ার বোয়ালমারী এলাকায় গেলে সড়কে একটি ট্রাক্টরকে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীতগামী একটি যাত্রীবাহি বাসের সাথে সংঘর্ষ ঘটে এবং গুরুতর আহত হয় আতিক। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে দ্রæত উদ্ধার করে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্য চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে তেঁতুলিয়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক শামসুল হক ওই থ্রি হুইলারের চালকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের পরিবারকে খবর দেয়া হয়েছে, তারা আসলে আইনি প্রক্রিয়া অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।