নোয়াখালীতে নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময়

নোয়াখালী
আব্দুল্লাহ আল ফারুক পুলিশ সুপার (নোয়াখালী)  © টিবিএম

নোয়াখালীতে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুক এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬শে সেপ্টেম্বর) দুপুরে জেলা পুলিশ সুপার সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

এ সময় জেলায় কর্মরত সাংবাদিকগণ সড়কে চাঁদাবাজি, পুলিশ কর্তৃক সাধারণ মানুষকে হয়রানি, পুলিশ ক্লিয়ারেন্স বাবত অবৈধ ফি গ্রহণ, সড়কে যানজট নিরসন, মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতি গ্রহণ, রাজনৈতিক অস্থিরতা রোধ ও কিশোর গ্যাংদের আধিপত্যরোধ সহ জেলার গুরুত্বপূর্ণ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।

এসব সমস্যা দূরীকরণে তিনি কাজ করবেন বলে আশ্বস্ত করেছেন। এছাড়াও সবসময় সাংবাদিকদের সহায়তা চেয়েছেন নবাগত এই উর্ধতন কর্মকর্তা। 

এসময় সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, নোয়াখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু নাসের মঞ্জু, যুগ্ম সাধারণ সম্পাদক এ আর আজাদ সোহেল, সময় টিভির জেলা প্রতিনিধি সাইফুল্লাহ কামরুল, বাসাস মহাসচিব মনিরুজ্জামান চৌধুরী, কালের কন্ঠের জেলা প্রতিনিধি সামসুল হাসান মিরণ, মানবজমিন এর স্টাফ রিপোর্টার নাসির উদ্দিন বাদল, ভোরের কাগজের প্রতিনিধি মোহাম্মদ সোহেল, দৈনিক চিত্র ও এই বাংলার নোয়াখালী প্রতিনিধি মো. ফয়সাল, একাত্তর টিভির প্রতিনিধি মিজানুর রহমান, দৈনিক বর্তমানের নোয়াখালী প্রতিনিধি নুর রহমান, মাছরাঙা টিভির প্রতিনিধি মিজানুর রহমান রিয়াদ, বিটিভির প্রতিনিধি আসাদুজ্জামান চৌধুরী কাজল,জাগো নিউজের প্রতিনিধি ইকবাল হোসেন মজনু প্রমুখ।

এর আগে, গতকাল ২৫ শে সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে জেলা পুলিশ সুপারের দায়িত্বভার গ্রহণ করেন নবাগত এই পুলিশ সুপার।