পরশুরামে বন্যার্তদের 'আমাদের মির্জানগর' গ্রুপের ৩ লক্ষাধিক টাকার আর্থিক সহায়তা
- আবদুল মান্নান:-
- প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৪, ০৭:১১ PM , আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৪, ০৭:২৪ PM
পরশুরামে 'আমাদের মির্জানগর' নামক এক ফেইসবুক গ্রুপের মাধ্যমে ইউনিয়নের ৩৭ পরিবার'কে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুক ব্যবহার করে গ্রুপটির মাধ্যমে বন্যা পরবর্তী পূর্ণবাসনের জন্য সংগৃহীত ৩,০৮,৩২৫ টাকায় উপজেলার মির্জানগর ইউনিয়নের ৮টি গ্রামের ৩৭টি পরিবার'কে এই আর্থিক সহয়তা দেওয়া হয়।
জানা গেছে, বন্যা পরবর্তী গ্রুপটির পূর্নবাসন প্রকল্পের আওতায় এই সহয়তা দেওয়া হয়। ইউনিয়নের নিজ কালিকাপুর, উত্তর কাউতলী, দক্ষিণ কাউতলী, কাশিনগর, চম্পকনগর, মির্জানগর, মেলাঘর, ডিএম সাহেবনগর গ্রামে গেল বন্যায় বসতবাড়ির ক্ষয়ক্ষতি তুলনামূলক কম-বেশি পরিমাপ করে সর্ব্বোচ্চ দশ হাজার এবং সর্বনিম্ন দুই হাজার টাকার সহয়তা প্রদান করে ফেইসবুক গ্রুপটি।
আলোচিত এই গ্রুপটির এডমিন প্যানেলের সদস্যরা জানান, ইউনিয়নের অন্যান্য গ্রামগুলোতেও পুনর্বাসন সহযোগিতার জন্য তথ্য সংগ্রহ চলছে। ক্ষতিগ্রস্ত বিবেচনায় প্রর্যায়ক্রমে সেইসব গ্রামগুলোতেও সহযোগিতা প্রদান করা হবে। তারা আরও জানান, সংগৃহীত ফান্ডের তুলনায় আর্থিক সহয়তার চাহিদায় গৃহহীনের সংখ্যা বেশি হওয়ায় বড় অংকের সহয়তা সম্ভব হচ্ছে না। তাই ক্ষুদ্র ক্ষুদ্র অংকে বেশী সংখ্যক মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে ফেইসবুক গ্রুপটি।
এছাড়া যারা ইতিপূর্বে বিভিন্ন ব্যক্তি বা সংগঠন থেকে সহযোগিতা পেয়েছেন তাদের বিষয়গুলো সমন্বয় করে স্বশরীরে গিয়ে তদন্তপূর্বক অর্থ সহয়তা প্রদান করা হচ্ছে বলে জানা গেছে।
উল্লেখ্য, এর আগে ভয়াবহ বন্যায় ও তার পরবর্তী সময়ে ফেইসবুক গ্রুপটি বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে রান্না করা খাবার, জরুরী শুকনো খাবার, মোমবাতি, দিয়াশলাই ও ত্রাণ বিতরণ কার্যক্রমে ৫,০৪,৯৬০ টাকার সহয়তা প্রদান করেন গ্রুপটি। এছাড়াও আলোচিত এই ফেইসবুক গ্রুপটি তাদের কার্যক্রমের শুরু থেকে বিভিন্ন সহয়তা কার্যক্রমে ইউনিয়নে ২১লক্ষাধিক টাকার সহয়তা প্রদান করেছে বলে জানা যায়।
ওসমান গনি, দ্য বাংলাদেশ মোমেন্টস