জুমার নামাজে যাওয়ার পথে দুর্ঘটনায় প্রাণ গেলো বৃদ্ধের
- গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি:
- প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৪, ০৬:২২ PM , আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৪, ০৬:২২ PM
গলাচিপা টুু পটুয়াখালী মহাসড়কে দুর্ঘটনায় ব্যবসায়ী মো. হাবিব আকন (৬০) মারা গেছে। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে গলাচিপা উপজেলার গোলখালী ইউনিয়নের সুহরী নামক স্থানে ঘটনাটি ঘটেছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গোলখালী ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের বাসিন্দা আবুল হোসেন আকনের পুত্র মো. হাবিব আকন। তিনি দুপুর ১টার দিকে বাড়ি থেকে কিছুটা দূরে সুহরি মাধ্যমিক বিদ্যালয়ের পাশের মসজিদে জুমার নামাজ পড়তে যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে আসা একটি তিন চাকার অটো তার শরীরে সজোরে ধাক্কা দেয়। এতে সে রাস্তার পাশে পড়ে যায়। তাৎক্ষণিক স্থানীয়রা পটুয়াখালী জেনারেল ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।
গোলখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন হাবিব আকন সড়ক দুর্ঘটনায় মারা গেছে বলে নিশ্চিত করেছেন।
এ ব্যাপারে গলাচিপা থানার অফিসার ইনচার্জ মো. আশাদুর রহমান জানান, বিষয়টি আপনার মাধ্যমে জানতে পারলাম। খোঁজ নিয়ে দেখছি।