ফটিকছড়িতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

ফটিকছড়ি
  © টিবিএম

চট্টগ্রামের ফটিকছড়িতে খেলতে গিয়ে  বাড়ির পাশে পুকুরে ডুবে মাশফিকুর রহমান নামে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২৮ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার ফটিকছড়ি পৌরসভার ৭ নং ওয়ার্ড শেখ নিয়াজ চৌধুরীর বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত মাশফিকুর রহমান ওই বাড়ির কায়সার হামিদ চৌধুরীর ছেলে। 

স্থানীয় সূত্রে জানা যায়, শিশু মাশফিক ঘরে খেলছিল, খেলতে গিয়ে  এক পর্যায়ে পরিবারের অগোচরে পাশে থাকা পুকুরে পড়ে যায়। অনেক  খোঁজাখুঁজি  পর তাকে পুকুরে দেখতে পেলে স্থানীয়রা  উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত  চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আরেফিন আজিম l