রায়পুরায় জামায়াতের ওয়ার্ড সভাপতি-সেক্রেটারি সম্মেলন অনুষ্ঠিত

রায়পুরা
  © টিবিএম

বাংলাদেশ জামায়াতে ইসলামী রায়পুরা উপজেলা শাখার উদ্যোগে ওয়ার্ড সভাপতি-সেক্রেটারি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ সেপ্টেম্বর) সকালে রায়পুরা রাজিউদ্দিন আহমেদ রাজু অডিটোরিয়ামে সভা অনুষ্ঠিত হয়।

জামায়াতে ইসলামী রায়পুরা সদর সাংগঠনিক থানা আমীর মাওলানা জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও সেক্রেটারি মোঃ ইসমাঈল হোসেনের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও নরসিংদী জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা আমজাদ হোসাইন।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক মকবুল হোসেন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় নেতা মোঃ মিজানুর রহমান, জেলা উলামা বিভাগের সভাপতি মাওলানা আব্দুল লতিফ খান ও রায়পুরা পশ্চিম সাংগঠনিক থানা আমীর মাওলানা আদিল ভূইয়া।

এসময় আরো উপস্থিত ছিলেন রায়পুরা সদর থানা নায়েবে আমীর নজরুল ইসলাম, রায়পুরা পশ্চিম থানা সেক্রেটারি ডা. তারেক আহমেদ, অফিস সম্পাদক মোঃ সাইদুজ্জামান ভূইয়া, সদর থানা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ইদ্রিস কাজী, পশ্চিম থানা সভাপতি ডা. ইদ্রিস আলী সহ থানা, ইউনিয়ন ও ওয়ার্ড জামায়াতের নেতৃবৃন্দ।