ওজু করতে গিয়ে দুমকীতে সাপের কামড়ে বৃদ্ধের মৃত্যু
- মো: রিয়াজুল ইসলাম, পটুয়াখালী প্রতিনিধি;
- প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৪, ০৬:০৬ PM , আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২৪, ০৬:০৬ PM
পটুয়াখালীর দুমকীতে ফজরের নামাজের জন্য পুকুর ঘাটে ওজু করতে গিয়ে সাপের কামড়ে আবদুস সোবহান হাওলাদার(৭৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রবিবার ভোর রাতে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডে দক্ষিণ চরবয়রা গ্রামে মৃত. ইয়াছিন হাওলাদারের বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত সোবহান হাওলাদার ইউনিয়ন যুবদল নেতা মুসা হাওলাদারের পিতা।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার ভোর রাতে উপজেলার দক্ষিণ চরবয়রা গ্রামের সোবহান হাওলাদার ফজরের নামাজ আদায়ের উদ্দেশ্যে ওজু করার জন্য পুকুরে যাওয়ার পথে ঘরের বাহির হলে তার পায়ে বিষধর সাপ আঘাত করে। পরে নামাজ শেষে তিনি পরিবারের অন্য সদস্যদের জানালে তারা ওজা ডেকে বিষ নামানোর চেষ্টা করলে তাতে কোন কাজ না হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে পটুয়াখালীর উদ্দেশ্যে রওয়ানা হলে পথিমধ্যে শিয়ালী নামক স্থানে তিনি মৃত্যুর কোলে ঢলে পরেন।