নোয়াখালীতে শারদীয় দূর্গোৎসব উদযাপন উপলক্ষে বিএনপির প্রস্তুতি ও সমন্বয় সভা
- মাহমুদ ফয়সাল, নোয়াখালী প্রতিনিধি;
- প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৪০ PM , আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৪০ PM
আসন্ন শারদীয় দূর্গাপূজা উপলক্ষে নোয়াখালী জেলার অধীনস্থ সকল পূজা মন্ডপের জন্য পূজা উদযাপন কমিটির সদস্যবৃন্দ এবং বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সমন্বয়ে সেচ্ছাসেবক টিম গঠন করার লক্ষ্যে প্রস্তুতি সভার আয়োজন করা হয়েছে। রোববার (২৯শে সেপ্টেম্বর) সকালে নোয়াখালী জেলা বিএনপির উদ্যোগে উপজেলার নোয়া কনভেনশন হলে এই প্রস্তুতি সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে নোয়াখালী জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার বিএসসি'র সভাপতিত্বে জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট আবদুর রহমান এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির ভাইস-চেয়ারম্যান ও সদর-সুবর্ণচর আসনের সাবেক সংসদ সদস্য মো. শাহজাহান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম, সহ-সাংগঠনিক সম্পাদক হারুনুর রশীদ হারুন, জেলা যুবদলের সাবেক সভাপতি মাহবুব আলমগীর আলো সহ আরো অনেকে। এর আগে জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সকল স্তরের নেতৃবৃন্দ পূজা উৎসবকে ঘিরে বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন।
একইদিন বিকেলে কেন্দ্রীয় বিএনপির ভাইস-চেয়ারম্যান মো. শাহাজাহান এর বাসভবনে নোয়াখালী পূজা উদযাপন কমিটির সাথে সমন্বয় সভা করা হয়েছে। এতে পূজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক সহ হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।