নোয়াখালীতে ২৪ এর গণঅভ্যুত্থান ও আগামীর বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা 

নোয়াখালী
  © টিবিএম

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ২৪ এর গণঅভ্যুত্থান ও আগামীর বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ২৮শে সেপ্টেম্বর বিকেলে কোম্পানীগঞ্জের বসুরহাট পৌর অডিটোরিয়ামে বসুমতি পাঠাগারের সৌজন্যে বসুমতি পাঠচক্র এই আলোচনা সভার আয়োজন করে। 

অনুষ্ঠানে বসুমতি পাঠাগারের আহ্বায়ক গোলাম কিবরিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপমহাদেশের বিখ্যাত কবি ও দার্শনিক ফরহাদ মজহার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লেখক ও চিন্তক সরোয়ার তুষার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক উমামা ফাতেমা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক আরিফ সোহেল ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক নাজিফা জান্নাত।

এর আগে, কবি ও দার্শনিক ফরহাদ মজহার ছোট ফেনী নদী ও ডাকাতিয়া নদীর ভাঙন কবলিত এলাকাগুলো পরিদর্শন করেন। পরে বসুমতি পাঠাগারের উদ্যোগে আলোচনা সভায় যোগদান করেন। এসময় বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সুধীজন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরষ্কার তুলে দেন প্রধান মেহমান।