যশোরের বেনাপোল সীমান্তে দেশী পিস্তল ও গুলি উদ্ধার

যশোর
  © টিবিএম

যশোরের বেনাপোল সাদিপুর সীমান্ত থেকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) একটি দেশী পিস্তলসহ তিন রাউন্ড গুলি উদ্ধার করেছে। যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর বেনাপোল আইসিপি’র সদস্যরা শনিবার ভোরে সাদিপুর মাঠপাড়া এলাকায় অভিযান চালিয়ে একটি ডাবল রাউন্ড পিস্তল এবং তিন রাউন্ড গুলি উদ্ধার করে। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে একজন ব্যক্তি অস্ত্র ফেলে দৌড়ে পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।

যশোর বিজিবির অধিনায়ক কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী এ তথ্য নিশ্চিত করে জানিয়েছে উদ্ধারকৃত অস্ত্র ও গুলি বেনাপোল পোর্ট থানায় মামলা দায়েরের মাধ্যমে জমা করা হয়েছে।