খুলনায় ট্রাকচাপায় নারী পুলিশ সদস্য নিহত
- মোমেন্টস ডেস্ক
- প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৪৩ AM , আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৪৩ AM
খুলনার ডুমুরিয়ায় সড়ক দুর্ঘটনায় ফারজানা ইয়াসমিন (২৭) নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। রবিবার (২৯ সেপ্টেম্বর) রাত ৮টায় খুলনা-সাতক্ষীরা মহাসড়কের গুটুদিয়া এলাকার এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, ভাইয়ের মোটরসাইকেলে খুলনা থেকে ডুমুরিয়া আসছিলেন ফারজানা। পথে ট্রাকচাপায় তিনি পিষ্ট হন। মোটরসাইকেলে থাকা তার ভাই ও ছেলে অক্ষত রয়েছে। ট্রাকটি পুলিশ হেফাজতে রয়েছে। তবে এর চালক ও হেলপার পলাতক।
ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই ঢাকা ট্রিবিউনকে জানান, ডুমুরিয়া থানার নারী কনস্টেবল ফারজানা ইয়াসমিন তার ভাইয়ের মোটরসাইকেলে খুলনা থেকে ডুমুরিয়া আসছিলেন। তাদের মোটরসাইকলেটি গুটুদিয়া ইউনিয়ন পরিষদের সামনে এলে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাক চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ফারজানার মৃত্যু হয়।
ওসি আরও বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি আটক করা হয়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।”