তেঁতুলিয়ায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত
- জুলহাস উদ্দীন, তেঁতুলিয়া পঞ্চগড় প্রতিনিধি:
- প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৩০ PM , আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৩০ PM
’কন্যাশিশুর স্বপ্নে গড়ি আগামীর বাংলাদেশ” এই প্রতিপাদ্যের আলোকে তেঁতুলিয়া উপজেলায় জাতীয় কন্যা শিশু দিবস পালিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে সোমবার সকাল ১০ ঘটিকায় উপজেলা চত্বর থেকে র্যালী বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পরে, দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ হল রুমে আলোচনা শুরু করেন।
আলোচনায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুল হাসান এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা কৃষি অফিসার তামান্না ফেরদৌস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাকির হোসেন, উপজেলা মহিলা বিষয়কের প্রশিক্ষক শাহজাহান আলী সহ নারী উন্নয়ন ফোরামের নেত্রী বৃন্দ সহ শিক্ষক ছাত্র /ছাত্রীগন।
এ সময় বক্তরা কন্যাশিশুর স্বপ্নের কথা সহ নারীদের বিভিন্ন প্রকার প্রশিক্ষন ও যুব নারীদের উন্নয়ন নিয়ে কাজ করে যাওয়ার উদ্যোগ নিয়ে আলোচনা করেন।