মহানবী (সা.)-কে কটূক্তি: গ্রেফতার যুবককে ‘ছিনিয়ে’ নিতে জনতার হামলা
- মোমেন্টস ডেস্ক
- প্রকাশ: ০১ অক্টোবর ২০২৪, ১১:২১ AM , আপডেট: ০১ অক্টোবর ২০২৪, ১১:২১ AM
চট্টগ্রামের পটিয়ায় মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটূক্তির অভিযোগে পার্থ বিশ্বাস পিন্টু নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে নগরের সদরঘাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা হয়েছে।
এদিকে ওই যুবককে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ করেছে মাদ্রাসার ছাত্ররা। এ সময় বিক্ষুব্ধ জনতা থানা ও সেনাবাহিনীর গাড়িতে হামলা চালায়। এতে মারধরের শিকার হয়ে গুরুতর আহত হয়েছে পটিয়ায় দায়িত্বরত সেনাবাহিনীর মেজর তাইজের স্ত্রী-সন্তান ও গাড়ি চালকসহ ৪ জন।
জানা যায়, উপজেলার শোভনদন্ডী ইউনিয়নের কুরাঙ্গিরি গ্রামের পার্থ বিশ্বাস পিন্টু গত ২৯ সেপ্টেম্বর ফেসবুকে মহানবীকে নিয়ে কটূক্তি করে একটি পোস্ট দেন। এই পোস্ট মুহূর্তে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে নেটিজেনরা প্রতিবাদের ঝড় তোলেন। এর ধারাবাহিকতায় কটুক্তিকারী পার্থ বিশ্বাসকে গ্রেপ্তার ও শাস্তির দাবিতে সোমবার সকাল থেকেই বিক্ষোভে ফুসে উঠে পটিয়া মাদ্রাসার ছাত্ররা। পটিয়া থানার পুলিশ আন্দোলনকারীদের ফিরে যেতে বললেও তারা ফিরে না গিয়ে থানায় প্রবেশ করে বিক্ষোভ শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী থানায় পৌঁছলে শুরু হয় হট্টগোল। একপর্যায়ে বিক্ষুব্ধ জনতা থানা এবং সেনাবাহিনীর গাড়িতে ভাঙচুর ও হামলা চালায়।
পটিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম জানান, অভিযুক্ত যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এরপর জিজ্ঞাসাবাদের জন্য তাকে জেলা পুলিশ সুপার কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। আন্দোলনকারীদের আমরা আশ্বস্ত করেছিলাম দোষীর সর্বোচ্চ বিচার হবে। এরপরও কিছু কুচক্রী মহল হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটিয়েছে।
তিনি আরও জানান, এখানে ছাত্রদের ভেতর ঢুকে এক পক্ষ ঘোলা পানিতে মাছ শিকার করতে চাচ্ছে। আমরা তা হতে দিব না। যারা হামলা চালিয়েছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।