দুমকীতে দূর্গাপূজা ও মা ইলিশ রক্ষায় জেলা প্রশাসকের মতবিনিময় সভা
- মো: রিয়াজুল ইসলাম, পটুয়াখালী প্রতিনিধি:
- প্রকাশ: ০২ অক্টোবর ২০২৪, ০৮:০৯ PM , আপডেট: ০২ অক্টোবর ২০২৪, ০৮:০৯ PM
বিশেষ করে সনাতন ধর্মাবলম্বীদের বৃহৎ উৎসব শারদীয় দূর্গাপূজা ও মা ইলিশ রক্ষায় করণীয় সহ চলমান পরিস্থিতি নিয়ে পটুয়াখালীর দুমকীতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে মতবিনিময় করেছেন জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন।
বুধবার( ২ অক্টোবর) দুপুর ৩টায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ ওলিউর রহমান এর সঞ্চালনায় দুমকী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহিন মাহমুদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলাপ্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু হাসনাত মোহাম্মদ আরেফীন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ আনোয়ার জাহিদ, পটুয়াখালী সদর ও দুমকী উপজেলা ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মোহম্মদ সাকিব সাইফ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান।
এসময় বক্তব্য রাখেন দুমকি উপজেলা কৃষি কর্মকর্তা জনাব মোঃ ইমরান হোসেন, সরকারি জনতা কলেজের অধ্যাপক শহিদুল ইসলাম, দুমকি টেকনিক্যাল মহিলা কলেজের অধ্যক্ষ জামাল হোসেন, উপজেলা বিএনপির সভাপতি খলিলুর রহমান, সাধারণ সম্পাদক সাইফুল আলম মৃধা, পেসক্লাব দুমকীর উপদেষ্টা ইঞ্জিনিয়ার কামাল হোসেন, দুমকী প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান প্রমুখ।