যুব অধিকার পরিষদ গলাচিপা পৌর শাখার আহ্বায়ক কমিটির পরিচিতি সভা
- আরেফিন লিমন, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি;
- প্রকাশ: ০২ অক্টোবর ২০২৪, ০৮:৫২ PM , আপডেট: ০২ অক্টোবর ২০২৪, ০৮:৫২ PM
যুব অধিকার পরিষদ গলাচিপা পৌর শাখার নবনির্বাচিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত। বুধবার (০২ অক্টোবর) সন্ধ্যায় গলাচিপা পৌর শহরের ৮ নম্বর ওয়ার্ড উদয়ন মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে পরিচিতি সভা হয়। নবনির্বাচিত পৌর কমিটির আহ্বায়ক হলেন মো. হারুন অর রশীদ ও সদস্যসচিব বশির রাঁড়ি।
বাংলাদেশ যুব অধিকার পরিষদ গলাচিপা পৌর শাখার আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুব অধিকার পরিষদের আহ্বায়ক মো. রাসেল মিয়া। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গণ অধিকার পরিষদের পটুয়াখালী জেলা কমিটির আহ্বায়ক মো. সৈয়দ নজরুল ইসলাম লিটন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গণ অধিকার পরিষদের পটুয়াখালী জেলা কমিটির সদস্য সচিব মো. শাহ আলম, জেলা যুব অধিকার পরিষদের সভাপতি সাইফুল ইসলাম রুম্মান, সাধারণ সম্পাদক আব্দুর রহমান, সহ সভাপতি মোহেবুল্লাহ এনিম, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, গণ অধিকার পরিষদের গলাচিপা উপজেলা কমিটির আহ্বায়ক মো. হাফিজুর রহমান, যুগ্ম আহ্বায়ক শোয়েব মাস্টার, সদস্য সচিব মো. জাকির মুন্সি, উপজেলা শ্রমিক অধিকারের যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান।
আরো উপস্থিত ছিলেন, পটুয়াখালী জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি মো. মহসিন, সাধারণ সম্পাদক মো. রুবেল মাহমুদ, গলাচিপা উপজেলা ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক আরিফ বিল্লাহ, সদস্য সচিব আরিফ হাসান , শ্রমিক অধিকার পরিষদের আহ্বায়ক মো. রিয়াজ হাওলাদার ও যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান। সভা সঞ্চালনা করেন শ্রমিক অধিকার পরিষদের সদস্য সচিব আমির হোসেন প্রমুখ। এছাড়াও পরিচিতি সভায় গণ অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ, ছাত্র অধিকার পরিষদ ও শ্রমিক অধিকার পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, পটুয়াখালী ৩ (গলাচিপা- দশমিনা) আসন থেকে ভিপি নরুল হক নুর আগামী নির্বাচনে অংশগ্রহণ করবেন। তার হাতকে শক্তিশালী করতে ও আগামীর রাষ্ট্রনায়ক হিসেবে প্রতিষ্ঠিত করতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। নুর পটুয়াখালীর গর্ব সারা বাংলাদেশে তার জনপ্রিয়তা রয়েছে। আমাদের লক্ষ্য নুরুল হক নুরকে জাতীয় সংসদ পর্যন্ত নিয়ে যাওয়া। ছাত্র আন্দোলনের মধ্যে দিয়ে রাজপথ থেকে উঠে আসা নেতা ভিপি নুরুল হক নুর। তার নেতৃত্বেই আগামীর বাংলাদেশের বিনির্মাণ হবে।
এর আগে পরিচিতি সভার শুরুতে গলাচিপা ফেরিঘাট থেকে জেলার নেতৃবৃন্দদের অভ্যর্থনা জানিয়ে একটি বিশাল মিছিল বিভিন্ন সড়কে শোডাউন দিয়ে অনুষ্ঠান স্থলে এসে জমায়েত হয়।