ফটিকছড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অর্থদণ্ড

ফটিকছড়ি
  © টিবিএম

চট্টগ্রামের ফটিকছড়িতে রাস্তার উপর অবৈধ দোকান রেখে এবং ফুটপাতে অবৈধভাবে মালামাল রেখে জনসাধারণের চলাচলের পথ সংকুচিত করার অপরাধে ৫ জন ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (৬ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার নাজিরহাট বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মেজবাহ উদ্দিন। 

প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবৎ নাজিরহাট পৌর এলাকার ফুটপাতে অবৈধভাবে মালামাল রেখে জনসাধারণের চলাচলের পথ সংকুচিত করে আসছিল কিছু ব্যবসায়ী, আজও ব্যবসায়ীরা জনসাধারণের চলাচলের পথ সংকুচিত করে রেখেছে এমন খবর পেয়ে অভিযান পরিচালনা করে ৫(পাচঁ) জন ব্যবসায়ীকে স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ অনুসারে দশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। 

সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, মো: মেজবাহ উদ্দিন বলেন, জনসেবা নিশ্চিতকল্পে নাজিরহাট পৌরসভা বদ্ধপরিকর।