বাংলাবান্ধায় মহানন্দা নদীতে অজ্ঞাত ব্যাক্তির লাশ উদ্ধার 

তেঁতুলিয়া
  © টিবিএম

তেঁতুলিয়া উপজেলায় বাংলাবান্ধা ইউনিয়নের জায়গীর জোত সীমাস্তে মহানন্দা নদীর চড়ে অজ্ঞাত ব্যাক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার ০৮ অক্টোবর বাংলাবান্ধা ইউনিয়নের জায়গীর জোত গ্রামের পশ্চিমে মহানন্দা নদীর চড়ে দুপুরে অজ্ঞাত ব্যাক্তিটির লাশ উদ্ধার করা হয়। জায়গীর জোত সীমান্তের পিলার নং ৭৩১/৫আর এর কাছে ঘটনাটি ঘটে। 

সকালে স্থানীয় পাথর শ্রমিকরা নদীতে পাথর উত্তোলন করতে গেলে ব্লকের পাশে বালুর নিচে লাশের অবস্থান টের পায়। পরে স্থানীয় বিজিবির কাছে খবর দিলে বিজিবি ঘটনাস্থলে এসে পুলিশকে খবর দেয়। পুলিশ খবর পেয়ে উদ্ধার কার্যক্রম পরিচালনার জন্য সিআডির  ক্রাইম স্কিন ইউনিটের টিম উপস্থিত হয়। এরপর ক্রাইম স্কিন ইউনিটের টিম সুরতহাল পর্যবেক্ষন করে। 

এসময় উপস্থিত ছিলেন পঞ্চগড় সার্কেল পুলিশ সুপার আমিরুল্লাহ, সিআইডির ইনপেক্টর দেবাশীষ কুমার , তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রবীর চন্দ্র সরকার, বিজিবির সুবেদার ফারুক হোসেন। তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রবীর চন্দ্র সরকার বলেন, লাশ উদ্ধারের পর সুরতহাল চলমান । সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হবে। তবে লাশের কোন পরিচয় পাওয়া যায়নি।