নোয়াখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য নগদ অর্থ বিতরণ

নোয়াখালী
  © টিবিএম

নোয়াখালীতে স্মরণকালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে পুনর্বাসনের জন্য নগদ অর্থ বিতরণ করেছেন ঢাকা আদাবর থানার স্বনামধন্য এমব্রয়ডারি ব্যবসায়ী ও নোয়াখালী সদর উপজেলা বিএনপির সহ সাধারণ সম্পাদক এবং চরমটুয়া ইউনিয়নের কৃতি সন্তান মামুনুর রশীদ মামুন। 

বৃহস্পতিবার (১০ই অক্টোবর) উপজেলার ১নং চরমটুয়া ইউনিয়নের বোবারকান্দি গ্রামের নিজ বাড়িতে ক্ষতিগ্রস্ত ১২০ পরিবারের মাঝে নগদ ৫ হাজার টাকা করে সর্বমোট ৬ লক্ষ টাকা প্রদান করেন।

জানা যায়, ভয়াবহ বন্যার কবলে পড়ে ঘর-বাড়ি হারানো মানুষগুলো জীর্ণ-শীর্ণ অবস্থা থেকে মুক্তি পেতে ও ক্ষতিগ্রস্ত ঘর-বাড়িগুলো মেরামত করতে ইউনিয়নের প্রত্যেকটি ওয়ার্ডের হতদরিদ্র মানুষগুলোর মাঝে উপহার তুলে দেন এই শিল্পপতি।

এসময় অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ১নং চরমটুয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোঃ মোতাহের খাঁন, যুবদল নেতা মাকসুদ ও আলাউদ্দিন শিপন সহ আরো অনেকে।