মাদারীপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন-২০২৪ ও শিক্ষা শিবির অনুষ্ঠিত
- এম, সুবাইল খন্দকার, রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি;
- প্রকাশ: ১২ অক্টোবর ২০২৪, ০৭:৩৬ PM , আপডেট: ১২ অক্টোবর ২০২৪, ০৭:৩৬ PM
বাংলাদেশ জামায়াতে ইসলামীর মাদারীপুর জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল রুকন সম্মেলন ও শিক্ষা শিবির ২০২৪। শনিবার (১২ অক্টোবর) সকাল ৮.০০ ঘটিকায় মাদারীপুর পৌর অডিটোরিয়ামে কোরআন তিলোয়াত ও দারসের মধ্য দিয়ে শুরু হয় এ সম্মেলন।
অনুষ্ঠিত সম্মেলনে মাদারীপুর জেলা আমির মাওলানা আব্দুছ ছোবহান খান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এ, এইচ, এম, হামিদুর রহমান আযাদ (সাবেক এমপি) সহকারী সেক্রেটারী জেনারেল, বাংলাদেশ জামায়াতে ইসলামী ও অঞ্চল পরিচালক, ফরিদপুর জেলা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোঃ আব্দুর রব।এছাড়া আরও বক্তব্য রাখেন, অঞ্চল টিম সদস্য এড. আজমল হোসাইন, বাংলাদেশ জামায়াতে ইসলামী শরীয়তপুর জেলা আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুর রব হাসেমী, অঞ্চল সহকারী মোঃ দেলোয়ার হোসেন, অঞ্চল টিৃম সদস্য মাওলানা খলিলুর রহমান।জেলা নায়েবে আমির অধ্যাপক শরিফুল আলম, জেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি মোঃ দেলোয়ার হোসেন।এসময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, ইসলামি ছাত্র শিবিরের নেতাকর্মী ও বিভিন্ন ইউনিয়নের জামায়াতে ইসলামী ও উপজেলার রুকন ও নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি এ, এইচ, এম, হামিদুর রহমান আযাদ বর্তমান প্রেক্ষিত ছাত্র জনতার বিজয়োত্তর রুকনদের করনীয় বিষয়ক আলোচনায় বাংলাদেশের অতীতের বিজয় ১৯৭১ সালের ৯ মাসের যুদ্ধের ঘটনা তুলে ধরেন এবং ১২০৪ খ্রীস্টাব্দের হিন্দু রাজা পালিয়ে যাওয়ার পরে ইখতিয়ার উদ্দিন মোহাম্মাদ বখতিয়ারের বাংলা বিজয়ের ঘটনা, ১৯৪৭ সালের দ্বিজাতিতত্ত্বের ভিত্তিতে ভারত পাকিস্তানের বিভাজনের প্রকৃত ঘটনা উল্লেখ করেন। তিনি বলেন জনগণের মাঝে ইসলামি চেতনা সৃষ্টি করতে হবে। নতুন প্রজন্মের কাছে বিকৃত ইতিহাস তুলে ধরতে হবে। আমাদের শক্তিশালী হিসেবে থাকতে হলে জাতিকে ঐক্যবদ্ধ করতে হবে। কেউ আলিয়া কেউ কওমি এ বিভেদ সরিয়ে দিতে হবে। এ বিজয় ধরে রাখতে জনগণের কাছে ব্যাপকভাবে দাওয়াতি কাজ করে যেতে হবে। তিনি রুকনদের সমাজসেবামূলক কার্যক্রমের ব্যাপারে এগিয়ে আসতে জোর তাগিদ দেন। তিনি বলেন জনগণের প্রত্যাশা পূরণে কাজ করতে পারলেই জনগণ আমাদের পাশে থাকবে। রুকনদের উদ্দেশ্য গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন, তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে নিহত শহীদসহ মুক্তিকামী আন্দোলনে নিহত সকল শহীদের স্মরণ করেন। এছাড়া তিনি আহতদের সুস্থতা কামনা করেন।
এসময় তিনি আওয়ামী লীগ সরকারের অত্যাচার, নানা দুঃশাসন, অপকর্মের কথা তুলে ধরেন। তিনি গণঅভ্যুত্থানের সুফল ধরে রাখতে রুকনদের বলিষ্ঠ ভূমিকা রাখার আহ্বান জানান। রাষ্ট্র সংস্কার ও বিপ্লবের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে রুকনদের সঠিক পথে চলার দিক নির্দেশনা দেন। এছাড়াও ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠা ও ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাথে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
অঞ্চল টিম সদস্য এড. আজমল হোসাইন একটি আদর্শবাদী দল পতনের কারণ ও তার থেকে বাঁচার উপায় নিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ আলোচনা করেন।তিনি রুকনদের উদ্দেশ্য করে বলেন, বিরিয়ানি পচলে তার নিকটতম যাওয়া সম্ভব হয়না ঠিক তেমনি ইসলামি আন্দোলনের কর্মীরা আদর্শচ্যূং হলে তাঁরাও সমাজের সবচেয়ে পঁচা ও নিকৃষ্টতর পর্যায়ে চলে যাবে। তিনি সাহাবীগনের জীবনী উল্লেখ করে বলেন রুকনদের সাহাবিদের জীবন অনুসারে জীবন গঠন করতে হবে।
অঞ্চল সহকারী মোঃ দেলোয়ার হোসেন বলেন ফ্যাসিবাদীরা শুধু ৭১এর কথা বলতো তারা ১৯০৬ এর কথা বলেনা, ১৯৪৭ সালের কথা বলেনা।অর্থাং তারা ৭১ পরের কথা বলে তারা পরিকল্পনা নিয়ে এগোচ্ছিল, তাদের পেতাত্মারা এখনো সক্রিয় ভূমিকা রাখবে তাই সবাইকে সজাগ দৃষ্টি আকর্ষণ রাখতে বলেন।
এছাড়াও বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুর রব, অঞ্চল টিম সদস্য খলিলুর রহমান প্রমুখ