গলাচিপায়

প্রশিক্ষণ শেষে যুবদের সার্টিফিকেট প্রদান ও শান্তি সম্প্রীতি সমাবেশ করেছে রুপান্তর

গলাচিপা
  © টিবিএম

গলাচিপায় সংবেদনশীল ও অসাম্প্রদায়িক সমাজ গঠনে যুব নেতৃত্ব এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার বিষয়ক যুব ফোরামের দক্ষতা বৃদ্ধির লক্ষে তিনদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শেষে যুবদের মাঝে সার্টিফিকেট প্রদান করা হয়েছে। 

শুক্রবার (১১ অক্টোবর) বিকেলে অফিসার্স ক্লাবে বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তরের উদ্যােগে আস্থা প্রকল্পের আওতায় গলাচিপা উপজেলা যুব ফোরামের ৩০ জন যুবদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা শেষে তাদের হাতে সার্টিফিকেট তুলে দেয়া হয়। 

এছাড়া একইদিনে রুপান্তরের গলাচিপা উপজেলা যুব ফোরামের আয়োজনে জাতি, ধর্ম, বর্ণ, নির্বিশেষে অহিংস, বৈষম্যহীন, শান্তি ও সম্প্রীতির স্বদেশ গড়তে মুসলিম ও হিন্দু ধর্মাবলম্বী নেতাদের নিয়ে সভা অনুষ্ঠিত হয়েছে। 'সম্প্রীতির স্বপক্ষে আমরা' স্লোগানে অনুষ্ঠিত সভায় সকলে মিলে শান্তি ও সম্প্রীতি নিয়ে সমাজে বসবাস করার বিষয়ে আলোচনা হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন গলাচিপা সরকারি কলেজের অধ্যক্ষ মো. ফোরকান কবির, বিশেষ অতিথি হিসেবে ছিলেন, গলাচিপা উপজেলা ইমাম পরিষদের সভাপতি হাফেজ মাওলানা মুহাম্মদ আব্দুল কাইউম, বণিক সমিতি ও কেন্দ্রীয় কালীবাড়ি কমিটির সাধারণ সম্পাদক তাপস দত্ত। এছাড়াও উপস্থিত ছিলেন ধ্রুবতারা সংগঠনের বরিশাল বিভাগের সভাপতি ফারহানা মিশু টুম্পা। 

এর আগে গত ০৯ অক্টোবর থেকে প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়। গলাচিপা উপজেলার ১২ টি ইউনিয়ন থেকে ৩০ জন যুব সদস্য এতে অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন রূপান্ত‌রের ফিল্ড অ‌ফিসার গোলাম মোস্তফা ও জেলা সমন্বয়কারী মুন‌জিলা। 

এই প্রশিক্ষণের মাধ্যমে যুব ফোরামের যুবরা জীবনের নানা পরিস্থিতি মোকাবেলা, জীবন মানউন্নত করা, মানসিক শক্তি দৃঢ় করা, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে সচেতন, সমস্যার যথাযথ সমাধান খুঁজে পাওয়ার মাধ্যমে নেতৃত্বের বিকাশ ঘটাবে এবং সংবেদনশীল ও অসাম্প্রদায়িক সমাজ গঠনে ভূমিকা রাখবে।