দুমকীতে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত 

দুমকী
  © টিবিএম ফটো

"আগামী প্রজন্মকে সক্ষম করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি।" এ স্লোগানকে ধারণ করে পটুয়াখালীর দুমকী উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৩অক্টোবর) সকাল সাড়ে ১০টায়  উপজেলা চত্তর থেকে এক বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে এসে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহীন মাহমুদের সভাপতিত্বে দূর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা মোহাম্মদ আলী'র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন দুমকী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ আহমেদ, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক মোঃ আল আমিন প্রমুখ।

এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, গন্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।