তেঁতুলিয়া আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস পালিত
- জুলহাস উদ্দীন,তেঁতুলিয়া পঞ্চগড় প্রতিনিধি:
- প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৪, ০১:২৩ PM , আপডেট: ১৬ অক্টোবর ২০২৪, ০১:২৩ PM
তেঁতুলিয়া উপজেলায় আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস" এই দিবসটি উদযাপন উপলক্ষে তেঁতুলিয়া উপজেলা যুব ফোরামের উদ্যোগে ডেমোক্রেসি ওয়াচের বাস্তবায়নে কৃত আস্থা প্রকল্পের আওতায় আলোচনাসভা ও সাস্কৃতি অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গতকাল মঙ্গলবার (১৫ অক্টোবর) বিকালে উপজেলা যুব ফোরামের ডেমোক্রেসি ওয়াচের বাস্তবায়নে কৃত আস্থা প্রকল্পের আওতায় তেঁতুরিয়া রনচন্ডি মালেক নগড় গুচ্ছ গ্রামে আলোচনাসভা আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নুরুল ইসলাম নাহিদ আস্থা প্রকল্পের ডেমোক্রেসিওয়াচ জেলা সমন্বয়কারী,খুরসিদা জাহান আস্থা প্রকল্পের ডেমোক্রেসিওয়াচ সিনিয়র ফিল্ড অফিসার,আশরাফুল ইসলাম সিনিয়র সাংবাদিক সাস্কৃতিক কর্মী ও আস্থা জেলা কমিটির সদস্য,জুলহাস উদ্দীন সাংবাদিক ও আস্থা জেলা কমিটির সদস্য,আব্দুল্লাহ বাবু সাস্কৃতিক কর্মী ও আস্থা জেলা কমিটির সদস্য সহ উপজেলা নাগরিক প্ল্যাটফর্মের সদস্য এবং অংশগ্রহণকারী হিসেবে উপস্থিত ছিলেন গুচ্ছ গ্রামে বাসিন্দা ও ইয়ুথ গ্রুপের সদস্যরা।
উপজেলা যুব ফোরামের উদ্যোগে মতবিনিময় সভায় প্রান্তিক নারীদের অধিকার ও সম্পৃক্তকরণ অভিঘাতজনিত দূর্যোগে নারীদের শারীরিক মানসিক স্বাস্থ্য সেবা, সুরক্ষা এবং সক্ষমতা নিশ্চিতকরণ বিষয় গুলো নিয়ে আলোচনা করা হয়।