নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইলিশ শিকার, দুমকীতে ৯ হাজার মিটার জাল জব্দ
- মো: রিয়াজুল ইসলাম, পটুয়াখালী প্রতিনিধি;
- প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৪, ০৭:১৮ PM , আপডেট: ১৬ অক্টোবর ২০২৪, ০৭:১৮ PM
নিষেধাজ্ঞা অমান্য করে পটুয়াখালী দুমকী উপজেলায় পায়রা নদীতে ইলিশ শিকারের দায়ে প্রায় ৯ হাজার মিটার জাল ও ১৫ কেজি ইলিশ মাছ জব্দ করেছে উপজেলা মৎস অফিস।
বুধবার (১৬ অক্টোবর) সকাল ৯টা থেকে উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহীন মাহমুদ এর দিক নির্দেশনায় এবং উপজেলা পরিসংখ্যান অফিসার মো: মশিউর রহমানের নেতৃত্বে অভিযান পরিচালনা করেন দুমকী থানা পুলিশ ও উপজেলা মৎস্য অফিস।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এই নিষেধাজ্ঞা অমান্য করে দুমকী উপজেলা পায়রা নদীতে ইলিশ শিকার করছেন অসাধু ব্যক্তিরা। এমন খবরে বুধবার সকাল থেকে পায়রা নদীতে পাতাবুনিয়া এলাকায় অভিযান চালায় উপজেলা মৎস্য বিভাগের কর্মকর্তা-কর্মীরা। এ সময় নদীতে ইলিশ শিকারে ব্যবহৃত আনুমানিক ৯ হাজার মিটার জাল এবং প্রায় ১৫ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। তবে জাল ও মাছ ফেলে পালিয়ে গেলে কাউকে আটক করা সম্ভব হয়নি। আটককৃত জালের মূল্য আনুমানিক ২লক্ষ ২৫ হাজার টাকা বলে জানা গেছে। পরে বেলা আড়াইটায় আটককৃত জাল পাতাবুনিয়া খেয়াঘাটে এসে পুড়িয়ে ধ্বংস করা হয় এবং মাছগুলো নুরে হেরা এতিম খানায় বিতরণ করা হয়।
প্রসঙ্গত, জাটকা সংরক্ষণ ও মা ইলিশ রক্ষায় গত শনিবার দিবাগত রাত (১৩ অক্টোবর) থেকে ৩ নভেম্বর পর্যন্ত ২২ দিন নদীতে মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। নিষেধাজ্ঞার সময় এসব এলাকায় সব রকমের ইলিশ সংরক্ষণ, আহরণ, পরিবহন, বাজারজাতকরণ ও মজুতকরণ নিষিদ্ধ রয়েছে।