তারাগঞ্জে হিরোর টেকনিশিয়ান ও মিডিয়াদের সাথে মতবিনিময় সভা

তারাগঞ্জ
  © টিবিএম

রংপুরের তারাগঞ্জে আল মদিনা মটরস শো-রুমের উদ্যোগে নিলয় মটরস লিঃ এর সহযোগিতায় হিরো মটরস এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

আজ মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুর ১২ টায় হাজী শহিদার বিজনেস পার্ক মাঠে হিরো মটরস এর পরিবেশক আল মদিনা মটরস শো-রুমে স্থানীয় মিডিয়া ও টেকনিশিয়ানদের সাথে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় হিরো মটরস এর পরিবেশক আল মদিনা মটরস এর স্বত্বাধিকারী জোবায়ের হাসান (অভি)'র পরিচালনায় সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব শহিদার রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিরো মটরস এর রিজিওয়ানাল ম্যানেজার (সেলস) সিরাজ খাঁন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেরিটরি ম্যানেজার ওলিউর রহমান, ব্যাংক এশিয়ার ম্যানাজার সোলায়মান হোসেন রিপন, পল্লী বিদ্যুতের এজিএম শামসুজ্জামান সোহেল, বাংলাদেশে প্রেস ক্লাব সভাপতি আরিফ শেখ, ইনকাম ট্যাক্স এডভাইজার হেদায়েতুর রহমান হেলেন প্রমুখ।

মতবিনিময় সভায় তারাগঞ্জসহ আশ-পাশ এলাকার মটর সাইকেল টেকনিশিয়ান ও বিভিন্ন মিডিয়া প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।