রংপুর বিভাগীয় লেখক পরিষদের উদ্যোগে
পঞ্চগড় জেলা কমিটি গঠিত সভাপতি হাফিজ ও সাধারণ সম্পাদক লুৎফর
- জুলহাস উদ্দীন,তেঁতুলিয়া পঞ্চগড় প্রতিনিধি;
- প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৪, ০৭:৪৭ PM , আপডেট: ২৬ অক্টোবর ২০২৪, ০৭:৪৭ PM

রংপুর বিভাগীয় লেখক পরিষদ এর পঞ্চগড় জেলা কমিটি গঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকালে নজরুল পাঠাগারে এক অনাম্বড় অনুষ্ঠানের মধ্যে দিয়ে তেঁতুলিয়া সরকারি কলেজের আইসিটি প্রভাষক ও কথা সাহিত্যিক হাফিজ উদ্দিন সভাপতি এবং এখন টেলিভিশনের জেলা প্রতিনিধি,কবি ও লেখক মো. লুৎফর রহমান সাধারণ সম্পাদক ও দৈনিক বাংলাদেশ পোস্ট জেলা প্রতিনিধি, কবি ও লেখক মো. আব্দুল বাসেত কে নির্বাচিত করে আগামী (২০২৪-২৬) সালের জন্য দ্বিবার্ষিক কমিটি গঠন করা হয়।
অনুষ্ঠানে জিল্লুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় লেখক পরিষদ রংপুর এর সাধারণ সম্পাদক জাকির আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি ও গল্পকার, বিভাগীয় লেখক পরিষদ এর রংপুর জেলা কমিটির সভাপতি এটিএম মোর্শেদ, লেখক ও সংগঠক, বিভাগীয় লেখক পরিষদ রংপুর এর যুগ্ম- সাধারণ সম্পাদক, শামসুজ্জামান সোহাগ, লেখক ও সংগঠক, বিভাগীয় লেখক পরিষদ রংপুর এর যুগ্ম-সাংগঠনিক সম্পাদক মুস্তাফিজ রহমান, ছড়াকার ও ব্যবসায়ী নেতা, বিভাগীয় লেখক পরিষদ রংপুর এর অর্থ বিষয়ক সম্পাদক শরিফুল আলম অপু, কবি ও শিক্ষক, বিভাগীয় লেখক পরিষদ রংপুর এর ক্রীড়া বিষয়ক সম্পাদক দীপক সরকার অপু। সাধারণ সম্পাদক লুৎফর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেসক্লাব পঞ্চগড় জেলা শাখার সাধারণ সম্পাদক লেখক শফিউল্ল্যাহ রিপন,কবি ও লেখক মুক্তা বকুল, কবি ওয়াশিস আলম, কবি ও লেখক হাবিবুল ইসলাম ও কবি ও লেখক এস কে দোয়েল প্রমুখ।