পরশুরামের নতুন ইউএনও আরিফুর রহমান
- পরশুরাম প্রতিনিধি
- প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৪, ১০:১১ AM , আপডেট: ২৭ অক্টোবর ২০২৪, ১০:১১ AM
পরশুরাম উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) পদে যোগদান করেছেন আরিফুর রহমান। গত ১৬ অক্টোবর চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মুহাম্মদ আনোয়ার পাশা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।
আজ রবিবার আনুষ্ঠানিকভাবে পরশুরাম উপজেলায় যোগদান করবেন তিনি। এর আগে পরশুরাম উপজেলা সাবেক উপজেলা নির্বাহী অফিসার হাবিবা আক্তার শাপলাকে বিভিন্ন সংগঠন থেকে বন্যাকালীন বিশেষ অবদান রাখায় সম্মাননা স্মারক দিয়ে সংবর্ধনা জানিয়ে বিদায় অনুষ্ঠান করেন পরশুরামবাসী।
আরিফুর রহমান ৩৪তম বিসিএসের (প্রশাসন) একজন কর্মকর্তা। তার নিজ জেলা কুমিল্লা। তিনি পরশুরামে যোগদানের আগে লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী অফিসার লক্ষীপুর সদর উপজেলা নির্বাহী অফিসার, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিবের একান্ত সচিব হিসাবে কর্মরত ছিলেন।