গত রাতেও মোহাম্মদপুর থেকে ধরা ২২ অপরাধী

মোহাম্মদপুর
  © সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুর থেকে ছিনতাই ও মাদক কারবারসহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত ২২ জনকে আটক করেছে সেনাবাহিনী। গতকাল রোববার  দিবাগত রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার দিনে এবং রাতে মোহাম্মদপুর এলাকাতে সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র ব্রিগেডের ২৩ ইস্ট বেঙ্গল অভিযান পরিচালনা করে। এ অভিযানে শীর্ষ তালিকাভুক্ত সন্ত্রাসী সাগর, আদম ব্যাপারী সেলিম ও দুর্ধর্ষ রুহুল গ্যাংয়ের শীর্ষ সন্ত্রাসী ইব্রাহিমকে আটক করা হয়।

সেনাবাহিনী আরও জানায়, রোববার মোহাম্মদপুরের নবোদয় হাউজিং, ঢাকা উদ্যান, চাঁদ উদ্যান ও জেনেভা ক্যাম্প এলাকা থেকে খুনের আসামিসহ ছিনতাই, চাঁদাবাজ এবং কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িত মোট ২২ জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে একজন গত সপ্তাহে ভাইরাল হওয়া এক নারীকে ছিনতাইয়ের সঙ্গে জড়িত ছিলেন।

গত কয়েকদিন ধরে ডাকাতি, ছিনতাই ও সন্ত্রাসী কার্যক্রম বেড়ে যাওয়ায় নিরাপত্তা জোরদারে গতকাল রোববার থেকে মোহাম্মদপুরে দুটি অস্থায়ী সেনা ক্যাম্প বসানো হয়েছে।