যশোরে অস্ত্র ও গুলিসহ অভয়নগরের জসিম আটক 

যশোরে
  © টিবিএম ফটো

যশোরের অভয়নগরে একটি  রিভলবার  ও সাত  রাউন্ড গুলিসহ জসিম সরদার নামে এক সন্ত্রাসীকে আটক করেছে র‍্যাব-৬ যশোরের সদস্যরা।

রোববার রাত সাড়ে আটটার দিকে জেলার অভয়নগর উপজেলার সিরাজকাঠি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। জসিম ঐ এলাকার মৃত ওয়াজেদ আলী সরদারের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন  র‌্যাব-৬ যশোরের  কোম্পানি কমান্ডার ফ্লাঃ লেঃ মোঃ রাসেল।

কমান্ডার রাসেল বলেন, অস্ত্র ও গুলিসহ আটক জসিম এলাকার অস্ত্রধারী সন্ত্রাসী।সে দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কার্যকলাপ করে আসছিল। তার কাছ থেকে একটি বিদেশী রিভলবার ও সাত রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরে এ ঘটনায় অভয়নগর থানায় মামলা হয়েছে।