বিএনপি কখনও সাধারন জনগণের বিপক্ষে গিয়ে কাজ করবে না; হাবিবুর রহমান
- ঈশ্বরদী(পাবনা) প্রতিনিধি:
- প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৪, ০৯:৫৯ PM , আপডেট: ২৮ অক্টোবর ২০২৪, ০৯:৫৯ PM
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব বলেনছেন, বিএনপি কখনোই সাধারন জনগণের বিপক্ষে গিয়ে কাজ করেনা। এমন কোন কাজ করা যাবেনা যা সাধারন জনগন পছন্দ করেনা। আমরা সারাজীবন আওয়ামী স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছি, জেল খেটেছি। তাই তারেক রহমান ও বেগম খালেদা জিয়াকে নিয়ে নতুন করে কোন ষড়যন্ত্র মেনে নেওয়া হবেনা।
স্বৈরাচার শেখ হাসিনার ট্রেন বহরে হামলা মামলার ফরমায়েশি রায়ে এখনও আমাদের বিএনপির ৯ জন নেতাকর্মী কারাগারে রয়েছেন। এই নয়জনের মধ্যে দাশুড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জননেতা শরিফুল ইসলাম তুহিনের মুক্তির দাবীতে আজ হাজার হাজার নেতাকর্মী রাজপথে নেমে এসেছে। ঈশ্বরদীতে বিএনপির রাজনীতিকে ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা করা হচ্ছে, আওয়ামীলীগের স্বৈরাচারদের আশ্রয়দাতা হিসেবে কাজ করে অনেকেই দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে। আমাদের নেতা তারেক রহমানের যে নির্দেশ তা আমরা অক্ষরে অক্ষরে পালন করে যাবো।
সোমবার(২৮ অক্টোবর) বিকালে উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক শরিফুল ইসলাম তুহিনের মুক্তির দাবিতে বিএনপির এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিক্ষোভ সমাবেশে উপজেলার বিভিন্ন ইউনিয়ন- ওযার্ড বিএনপির নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে সমাবেশে যোগদান করেন। পরে বিভিন্ন স্লোগান দিয়ে দাশুড়িয়া ট্রাফিক মোড় থেকে প্রধান সড়ক পদক্ষিণ করে বিক্ষোভ মিছিল করেন দলটির নেতাকর্মীরা।
আয়োজিত এ বিক্ষোভ মিছিল ও সমাবেশে দাশুড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সামাদ সূলভ মালিথার সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক জিয়াউল ইসলাম সন্টু সরদার, সাবেক সাধারন সম্পাদক আলাউদ্দিন বিশ্বাস সাবেক সদস্য সচিব আজমল হোসেন সুজন, পাবনা জেলা যুবদলের সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু, উপজেলা যুবদলের আহবায়ক সুলতান আলী বিশ্বাস টনি প্রমুখ। বক্তব্যে তারা বলেন, সাবেক ছাত্রনেতা ও দাশুড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শরিফুল ইসলাম তুহিনকে মিথ্যা মামলায় কারাগারে রাখা হয়েছে। স্বৈরাচার হাসিনা চলে যাওয়ার পরও তাকে মুক্তি দেওয়া হয়নি। তাই আমরা তার মুক্তির দাবীতে রাজপথে নেমেছি। খুব শিগগিরই তার মুক্তি না হলে আমরা কঠোর বিক্ষোভ কর্মসূচিতে যাবো।