শীর্ষ সন্ত্রাসী ঠোঁটকাটা আলতাফ আটক

রাজধানী
  © সংগৃহীত

রাজধানীর উত্তরায় যৌথ বাহিনীর অভিযানে শীর্ষ সন্ত্রাসী ঠোঁটকাটা আলতাফ আটক হয়েছে। সঙ্গে আটক হয়েছে তার কয়েকজন সহযোগীও। উদ্ধার করা হয়েছে বেশ কিছু অস্ত্র ও মাদক। যৌথ বাহিনী বলছে, তার নেতৃত্বেই লুট হয় উত্তরা পূর্ব থানার অস্ত্র। চাঁদাবাজি, অস্ত্র-মাদক ব্যবসা ও কিশোর গ্যাং পুষে পুরো এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিল আলতাফ।

আসল নাম আলতাফ হোসেন। তবে ঠোঁটকাটা আলতাফ নামেই সমধিক পরিচিত। মাদক ও অস্ত্র ব্যবসা এবং কিশোর গ্যাংয়ের মাধ্যমে রাজধানীর উত্তরা এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেন তিনি। আত্মরক্ষার্থে বিশেষ প্রজাতির কুকুর সঙ্গে রাখতেন।

আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়েই অনেকটা আড়ালেই ছিলেন আলতাফ। মঙ্গলবার উত্তরা ৮ নম্বর সেক্টরের বাইদ্যা বস্তি এলাকায় নিজ আস্তানায় ফেরেন তিনি। রাতে ডগ স্কোয়াডসহ বস্তিতে যৌথ অভিযানে নামে সেনাবাহিনী, র্যাব ও পুলিশ। আটক করা হয় আলতাফকে।

সেনাবাহিনী বলছে, শেখ হাসিনা সরকারের পতনের পর তার নেতৃত্বেই লুট করা হয় উত্তরা পূর্ব থানার অস্ত্র। যার বেশ কিছু উদ্ধার হয় বুধবার প্রথম প্রহরের অভিযানে।

আলতাফের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় দশটিরও বেশি মামলা রয়েছে। পুরো এলাকা সন্ত্রাস মুক্ত করতে অভিযান চলমান থাকবে বলে ঘোষণা দিয়েছে যৌথ বাহিনী।