৭-১০ দিনের মধ্যেই খুলে দেওয়া হবে বান্দরবানের পর্যটনকেন্দ্র
- মোমেন্টস ডেস্ক
- প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৪, ০৭:৩০ PM , আপডেট: ৩০ অক্টোবর ২০২৪, ০৭:৩০ PM
দীর্ঘদিন ধরেই পার্বত্য জেলা বান্দরবানে পর্যটন সেবা বন্ধ রয়েছে। আগামী ৭ থেকে ১০ দিনের মধ্যে বান্দরবান পার্বত্য জেলার চার উপজেলার পর্যটন স্পটগুলো পর্যটকদের জন্য খুলে দেয়া হচ্ছে। তবে রুমা, রোয়াংছড়ি ও থানচি উপজেলার বিষয়ে পরে সিদ্ধান্ত নেয়া হবে।
আজ বুধবার (৩০ অক্টোবর) দুপুরে বান্দরবান কালেক্টরেট সভাকক্ষে জেলার পর্যটন সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সঙ্গে জরুরী এক মতবিনিময় সভা শেষে জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, প্রথম পর্যায়ে বান্দরবান সদর, লামা, আলীকদম ও নাইক্ষ্যংছড়ি উপজেলাকে পর্যটকদের ভ্রমণের জন্য নিরাপদ বিবেচনা করে খুলে দেয়া হবে। রুমা, রোয়াংছড়ি ও থানচি উপজেলায় নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনার পর ধাপে ধাপে সেগুলোকেও খুলে দেয়া হবে।
রাঙ্গামাটি ও খাগড়াছড়িতে পর্যটনের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর বান্দরবানের সার্বিক পরিস্থিতি পর্যালোচনার জন্য বুধবার এই জরুরী সভা ডাকা হয়। এতে আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার শহীদুল্লাহ কাওছারসহ গোয়েন্দা সংস্থা সমূহের কর্মকর্তাবৃন্দ, সেনাবাহিনী, বিজিবি, র্যাব, পুলিশ, ট্যুরিস্ট পুলিশ, পর্যটন সংশ্লিষ্ট অংশীজন এবং বিভিন্ন সরকারি বেসরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা।
সভায় ব্যবসায়ীরা দাবি করেন, করোনাকালীন সময় থেকে গত ৪ বছর ধরে বিভিন্ন সময়ে প্রশাসনের নিষেধাজ্ঞার কারণে বান্দরবান পার্বত্য জেলার পর্যটন কেন্দ্রগুলো হুমকির মুখে পড়েছে। ব্যাংক থেকে ঋণ নেয়া পর্যটন ব্যবসায়ীরা দেউলিয়া হওয়ার পথে। ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য জেলা প্রশাসকের কাছে ব্যাংক ঋণের ওপর আরোপিত সুদ মওকুফ এবং ঋণ পরিশোধের মেয়াদ বৃদ্ধির দাবি জানান পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।