আজ থেকে ৩ দিন বন্ধ থাকবে বাংলাবান্ধা স্থলবন্দর

বাংলাবান্ধা
  © ফাইল ছবি

সনাতন ধর্মাবলম্বীর ধর্মীয় উৎসব কালী পূজা উদযাপন উপলক্ষে ৩ দিন বন্ধ থাকছে দেশের চারদেশীয় বাংলাবান্ধা স্থলবন্দর। আজ বৃহস্পতিবার (৩১ অক্টোবর) থেকে শনিবার (২ নভেম্বর) পর্যন্ত বন্দরটির আমদানি রপ্তানী কার্যক্রম বন্ধ থাকবে বলে জানিয়েছেন বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানীকারক গ্রুপের আহবায়ক রেজাউল করিম শাহিন। তবে ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্ট যাত্রীদের পারাপার স্বাভাবিক থাকবে। 

রেজাউল করিম শাহিন বলেন, কালী পূজা উপলক্ষে বাংলাদেশ,ভারত, নেপাল ও ভুটানের আমদানি-রপ্তানিকারক, সিঅ্যান্ডএফ এজেন্ট ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দের সাথে আলোচনায় সিদ্ধান্ত অনুযায়ী আগামীকাল বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। এছাড়াও আগামী ৭ নভেম্বর বৃহস্পতিবার ছট পূজা উপলক্ষে এই বন্দরের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকবে বলেও জানান তিনি।

বাংলাবন্ধা স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম জানান, কালী পূজা উদযাপন উপলক্ষে সরকারি ছুটিসহ আগামী ৩১অক্টোবর থেকে ২নভেম্বর পর্যন্ত বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানী কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। 
বাংলাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্টে সাব ইন্সপেক্টর ফিরোজ কবির বলেন, কালীপূজায় আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও বাংলাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভিসাধারীরা স্বাভাবিক যাতায়াত করতে পারবেন।