কারামুক্ত বিএনপি নেতাকে সংবর্ধনা; অধিকার বঞ্চিত নাগরিক কমিটির
- ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি:
- প্রকাশ: ০১ নভেম্বর ২০২৪, ০৭:০৬ PM , আপডেট: ০১ নভেম্বর ২০২৪, ০৭:০৬ PM

পাবনার ঈশ্বরদীতে সদ্যকারামুক্ত উপজেলার সলিমপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান প্রার্থী ও স্থানীয় বিএনপি নেতাকে সংবর্ধনা জানিয়েছেন অধিকার বঞ্চিত নাগরিক কমিটি। পরে কমিটির সদস্য ও স্থানীয়দের মধ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১ নভেম্বর) বিকালে উপজেলার সাকরি গাড়ি মোড় এলাকায় এ সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ট্রেন বহরে হামলা মামলায় দীর্ঘ পাঁচ বছর কারাভোগ করা বিএনপি নেতা ইঞ্জিনিয়ার মোঃ মোক্তার হোসেনকে অধিকার বঞ্চিত নাগরিক কমিটির প্রতিষ্ঠাতা রাগিব আহসান রিজভী ফুল দিয়ে সংবর্ধনা জানান।
এসময় ঈশ্বরদীতে শান্তি প্রতিষ্ঠা ও অধিকার বঞ্চিত মানুষের অধিকার আদায়ে কাজ করার জন্য অঙ্গিকারবদ্ধ হয়ে বক্তব্য দেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার মোক্তার হোসেন, কমিটির প্রতিষ্ঠাতা রাগিব আহসান রিজভী।