মসজিদ কমিটি নিয়ে দ্বন্দ্ব
বিএনপি-জাতীয় পার্টির হামলায় জামায়াতের ১৪ নেতা-কর্মী আহত
- মোমেন্টস ডেস্ক
- প্রকাশ: ০২ নভেম্বর ২০২৪, ০৮:৩৮ AM , আপডেট: ০২ নভেম্বর ২০২৪, ০৮:৩৮ AM

চট্টগ্রামের সীতাকুণ্ডে মসজিদের আয়-ব্যয়ের হিসাব চাওয়া নিয়ে প্রতিপক্ষের হামলায় অন্তত ১৫ জন জামায়াত নেতাকর্মী আহত হয়েছেন। শুক্রবার (১ নভেম্বর) বাড়বকুন্ডের মাহমুদাবাদ গ্রামে উত্তর মাহমুদাবাদ জামে মসজিদের বাইরে এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মাহমুদাবাদ গ্রামের উত্তর মাহমুদাবাদ জামে মসজিদের আয়-ব্যয়ের হিসাব চাওয়া হয় মসজিদ কমিটির সাবেক সভাপতি ও উপজেলা জাতীয় পার্টির সভাপতি দিদারুল কবিরের কাছে। এই ঘটনাকে কেন্দ্র করে গত কিছুদিন ধরে স্থানীয় জামায়াত নেতাকর্মীদের সাথে দিদারুল কবিরের দ্বন্দ্ব দেখা দেয়। আজ শুক্রবার জুমার নামাজের পর দিদারুল কবিরের নেতৃত্বে ৫০ হতে ৬০ জন যুবক জামায়াতের কর্মীদের উপর অতর্কিত হামলা চালায়। এতে চারজন গুরুতর আহত ও অন্তত আরো ১০ জন বিভিন্নভাবে আঘাতপ্রাপ্ত হয়। তবে জামায়াত নেতৃবৃন্দ এই ঘটনায় বিএনপিও জড়িত বলে অভিযোগ করছে।
বাড়বকুণ্ড ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মো. মঞ্জু বলেন, দিদারুল কবিরের নেতৃত্বে বিএনপির কিছু ভাসমান ও ভাড়াটিয়া সন্ত্রাসী ছুরি ও রামদাসহ দেশীয় অস্ত্র নিয়ে জামায়াত নেতাকর্মীর উপর অতর্কিত হামলা চালায়। হামলায় আহত জামায়াত কর্মী ফারুককে গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। এছাড়া আবু সুফিয়ান, পারভেজ ও হাসান সহ সর্বমোট অন্তত ১৪ জন নেতাকর্মী বিভিন্নভাবে আহত হয়।"
বাড়বকুন্ড ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ বলেন, ‘এটা কোন দলীয় বিষয় নয়। সবাই কোনো না কোনো দলের সমর্থন করে এই কারণে হয়তো দলের নামটা চলে এসেছে। তবে এখানে মূলত মসজিদ কমিটি গঠন নিয়ে গন্ডগোল হয়েছে। জামায়াত নেতৃবৃন্দের সাথে আমাদের কথা হয়েছে। আমরা বসে মীমাংসা করে নেব।’
অনাকাঙ্ক্ষিত এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে উপজেলা বিএনপির আহ্বায়ক জহুরুল আলম জহুর বলেন, ‘জাতীয় পার্টির সভাপতিকে মসজিদ কমিটি থেকে বাদ দেওয়ার ঘটনা নিয়ে দুই পক্ষের মধ্যে বিবাদের সৃষ্টি হয়। বিএনপির কোন নেতৃবৃন্দ এই ঘটনায় কোনোভাবেই জড়িত নয়।’
এ বিষয়ে জানতে উপজেলা জাতীয় পার্টির সভাপতি দিদারুল কবিরের মোবাইল ফোনে একাধিকবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি।
সীতাকুন্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মজিবুর রহমান বলেন, বাড়বকুণ্ডের মারামারি ঘটনাটা আমরা অবগত হয়েছি। এটা নিয়ে খোঁজখবর নিচ্ছি। এখনো কোনো পক্ষ লিখিত অভিযোগ করেনি।