‘টিউবওয়েলের পানিতে’ চেতনানাশক মিশিয়ে ৫ বাড়িতে চুরি
- মোমেন্টস ডেস্ক
- প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৪, ০৭:৩৯ PM , আপডেট: ০৩ নভেম্বর ২০২৪, ০৭:৩৯ PM
টিউবওয়েলের পানিতে চেতনানাশক মিশিয়ে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় পাঁচ বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। ওই টিউবওয়েলের পানি পান করে একই পরিবারের পাঁচজন অসুস্থ হয়ে পড়েন।
শনিবার (২ নভেম্বর) দিবাগত রাতে গাঁড়াদহ ইউনিয়নের গাঁড়াদহ পালপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
অসুস্থ ব্যক্তিরা হলেন- পালপাড়া গ্রামে বাসিন্দা আনন্দ কুমার পালের ছেলে অসীম পাল (৩৫) ও আশিক পাল (৩০) এবং গণেশ চন্দ্র পালের ছেলে সুপাংক পাল (৩৫), রাম প্রসাদ পাল (৩৪) ও দিবাস (৩২)।
ভুক্তভোগী অসীম পালের বোন অনিতা রানি পাল জানান, শনিবার রাতে পরিবারের সবাই রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। রাত পেরিয়ে সকাল ১০টা বেজে গেলেও কেউ ঘুম থেকে জেগে ওঠেননি। পরে ঘরের দরজায় শব্দ হলে তাদের ঘুম ভাঙে। জেগে উঠে তিনি দেখেন, ঘরের মেঝেতে সবকিছু এলোমেলো অবস্থায় পড়ে আছে।
স্থানীয় সঞ্জয় কুমার পাল ও অশিম কুমার পাল জানান, তাদের টিউবওয়েলের পানির সঙ্গে চেতনানাশক মিশিয়ে দেয় কে-বা কারা। এরপর তারা রাতে সবাই ঘুমিয়ে পড়লে চোর স্বর্ণ ও মূল্যবান জিনিসপত্রসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে যায়।
শাহজাদপুর থানার পরিদর্শক (অপারেশন) আবু সাইদ বলেন, “রাতে টিউবওয়েলের পানি করে বাড়ির লোকজন ঘুমিয়ে যান। পরিবারের সদস্যদের দাবি, ৫ ভাইয়ের বাড়ি থেকে নগদ ৩ লাখ টাকা ও স্বর্ণের গহনাসহ প্রায় ১০ লক্ষ টাকা চোর নিয়ে গেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।”