পরশুরামের শতাধিক রোগীর বিনামূল্যে চোখের ছানি অপারেশনের উদ্যোগ

পরশুরামে
  © টিবিএম ফটো

পরশুরামে ভার্ড কামাল চক্ষু হাসপাতালের উদ্যোগে ১২০ জন রোগীর বিনামূল্যে চোখের ছানি অপারেশনের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে কৃত্রিম লেন্স সংযোজনের সুযোগ পেয়েছে রোগীরা।

জেরো ফাউন্ডেশন ও স্পৃহা বাংলাদেশ ফাউন্ডেশনের অর্থায়নে রবিবার(৩ নভেম্বর) সকাল থেকে উপজেলার মির্জানগর ইউনিয়নের আশ্রাফপুর   আলহাজ্ব আবিদুর রহমান ফাতেমা খাতুন ওয়েলফেয়ার ফাউন্ডেশনে ভার্ড কামাল চক্ষু হাসপাতালের উদ্যোগে বিনামূল্যে দিনব্যাপী চক্ষু চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়। 
চক্ষু চিকিৎসা ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে প্রায় ৩শ চক্ষু রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ দেওয়া হয়। এর মধ্যে ১২০ জন রোগীর চোখের ছানি অপারশনের জন্য হাসপাতালের নিজস্ব ব্যবস্থাপনায় তাদেরকে কুমিল্লার চৌদ্দগ্রামে ভার্ড রামান চক্ষু হাসপাতালে নেয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন মির্জানগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা নুর মোহাম্মদ, আশ্রাফপুর আলহাজ্ব আবিদুর রহমান ফাতেমা খাতুন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ম্যানেজার মাওলানা নুরুল হক হেলাল। 

চক্ষু চিকিৎসা ক্যাম্প কার্যক্রমের সহযোগিতায় ছিলেন ফ্রেন্ডস ইউনিটি ব্লাড ডোনার ক্লাবের একটি সদস্য টিম।