পদ্মা-মেঘনায় জেলেদের বিচরণ, হতাশার সুর
- মোমেন্টস ডেস্ক
- প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৪, ১২:০৬ PM , আপডেট: ০৪ নভেম্বর ২০২৪, ১২:০৬ PM
২২ দিনের নিষেধাজ্ঞা শেষে আবারও ব্যস্ততা বেড়েছে চাঁদপুরের জেলেদের। জাল ও নৌকা নিয়ে ছুটছেন পদ্মা-মেঘনায়। তবে শুরুতে হতাশার সুর জেলেদের মুখে। সোমবার (৪ নভেম্বর) ভোরে জাল নৌকা নিয়ে মাছ ধরতে এই দুই নদীতে নেমে পড়েন জেলেরা।
তবে নিষেধাজ্ঞা শেষে শুরুতে নদীতে জাল ফেলেও ইলিশসহ কাঙ্ক্ষিত মাছের দেখা মিলছে না। এতে হতাশায় দুশ্চিন্তার ভাঁজ জেলেদের কপালে। এই নিয়ে কষ্টের কথা জানান তারা।
জেলেরা জানান, একটানা ২২ দিন বেকার থাকায় বন্ধ ছিল আয় রোজকার। এতে বেশ কষ্টে দিন কেটেছে তাদের। সংসার চালাতে ধারদেনা করে চলতে হয়েছে। তার সঙ্গে নতুন করে মাছ ধরতে প্রস্তুতি নেয়ার জন্য জাল ও নৌকা মেরামতের খরচও ছিল। তবে শুরুতে হোঁচট খেতে হলো তাদের।
নাসিম নামে এক জেলে জানান, ভোর থেকে নদীতে জাল ফেলে তা উঠাতে গিয়ে দেখেন সামান্য কিছু মাছ ধরা পড়েছে। তার মধ্যে ছোটবড় দুই চারটি ইলিশও ছিল। আর এভাবে চললে দুঃখ কষ্ট লেগেই থাকবে।
সোমবার ভোরে চাঁদপুর সদরের পদ্মা ও মেঘনা ঘুরে জেলেদের সঙ্গে কথা বলে এমন চিত্রই পাওয়া গেছে।
চাঁদপুরের পদ্মা ও মেঘনায় মাছ ধরে জীবিকা নির্বাহ করেন এমন জেলের সংখ্যা অর্ধলক্ষ। আর প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণে ২২ দিনের নিষেধাজ্ঞায় এসব জেলেদের মধ্যে ৪৪ হাজার জেলেকে ২৫ কেজি হারে সরকারি প্রণোদনার চাল দেয়া হয়।