সিরাজগঞ্জে
নবাগত জেলা প্রশাসককে এনডিপির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা
- মোঃ রবিউল ইসলাম সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি;
- প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৪, ০৯:৩৮ PM , আপডেট: ০৪ নভেম্বর ২০২৪, ০৯:৩৮ PM
সিরাজগঞ্জের নবাগত জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলামকে বেসরকারি উন্নয়ন সংস্থা ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি) এর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। গত সোমবার ০৪ নভেম্বর সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে নবাগত জেলা প্রশাসককে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এনডিপির নির্বাহী পরিচালক মো. আলাউদ্দিন খান। এসময় উপস্থিত ছিলেন এনডিপির ঋণ সহায়তা কর্মসূচির পরিচালক মোসলেম উদ্দিন আহমেদ, উপ-পরিচালক (প্রোগ্রাম এন্ড প্ল্যানিং) আবু নাইম মো. জুবায়ের খান।
উল্লেখ্য, গত ০৩ নভেম্বর রোববার সকালে প্রথম কর্মদিবসে যোগদান করেন নবাগত জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম। এর আগে গত ৩০ অক্টোবর ২০২৪ মহামান্য রাষ্ট্রপতি আদেশক্রমে ও উপ-সচিব মুহাম্মাদ ইব্রাহীমের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে সরকারি আবাসন অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মুহাম্মাদ নজরুল ইসলামকে সিরাজগঞ্জ জেলা প্রশাসক হিসেবে নিয়োগ প্রদান করে।