পরশুরামে বিএনপি'র মতবিনিময় সভা
- পরশুরাম প্রতিনিধি:-
- প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৪, ০৯:৪৬ PM , আপডেট: ০৪ নভেম্বর ২০২৪, ০৯:৪৬ PM
পরশুরামের মির্জানগর ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার(৪ নভেম্বর) বিকালে মির্জানগর ইউনিয়নের পূর্ব সাহেব নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৬নং ওয়ার্ড বিএনপির নেতাকর্মী ও সাধারণ জনসাধারণের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মির্জানগর ইউনিয়ন বিএনপির সভাপতি জামাল উদ্দিন চৌধুরী।
৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি ফেয়ার আহাম্মদ ছুট্টুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বাবুল হোসেনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহিদ আহমেদ খোন্দকার, সহ-সভাপতি আলমগীর হোসেন, সহ-সভাপতি গোলাম মোস্তফা, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কাশেম, ৬নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক এমাম হোসেন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সামিম ভূঁইয়া সুমন।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিকদলের যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল হোসেন,জেলা সেচ্ছাসেবক দলের সদস্য কাজী রেজাউল করিম নিশান, উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক খোন্দকার সাইফুল, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক রাজিব রাজু,যুগ্ম আহ্বায়ক শামিমুল হক চৌধুরী, যুগ্ম আহ্বায়ক মনির হোসেন মিন্টু, যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিম রিংকু, যুগ্ম আহ্বায়ক মোঃ হাছান, ইউনিয়ন শ্রমিকদলের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, ইউনিয়ন ছাত্রদল নেতা মোহাম্মদ মুছা, ওমর ফারুক, মোহাম্মদ সাকিব সহ নেতৃবৃন্দ।
বক্তারা আগামী সংসদ নির্বাচনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ফেনী-০১ আসনের সাংগঠনিক সমন্বয়ক রফিকুল আলম মজনুর পরামর্শে উপজেলা বিএনপিকে সাথে নিয়ে ধানের র্শীষ প্রতীক'কে বিজয় করার জন্য সকল কর্মসূচি ঐক্যবদ্ধ ভাবে সফল করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন এবং আওয়ামী ফ্যাসিবাদের সকল ষড়যন্ত্র ঐক্যবদ্ধ ভাবে প্রতিহত করার অঙ্গিকার করেন।