বিয়ের গেট দেয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২
- মোমেন্টস ডেস্ক
- প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৪, ০৫:২২ PM , আপডেট: ০৫ নভেম্বর ২০২৪, ০৫:২২ PM
মাগুরা সদর উপজেলায় বিয়ের গেট দেয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ১২ জন আহত হয়েছেন। এসময় দুইপক্ষের বাড়ি ঘরে ভাঙচুরের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৫ নভেম্বর) সদরের বুজরুক শ্রীকুন্ডি গ্রামের পশ্চিম পাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
আহতরা হলেন- আকিদুল ইসলাম, রনি, ইমাম, রাসেল, সান, জিহদ, রাজ্জাক, ইলিয়াস, তারিকুল, মফিজ, আকামত প্রমুখ।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সোমবার (৪ নভেম্বর) বুজরুক শ্রীকুন্ডি গ্রামের ইনসার মোল্যার মেয়ের বিয়ের জন্য গেট করা হয় স্থানীয় রাজ্জাক মোল্লার বাড়ির সামনে। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে মঙ্গলবার সকালে কনের পক্ষ ও রাজ্জাক মোল্লার সমর্থকদের মাঝে সংঘর্ষ বাধে। এতে উভয়পক্ষের অনন্ত ১২ জন আহত হয়েছেন। তাদেরকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে মাগুরা সদর থানার পুলিশ উপপরিদর্শক (এসআই) ইমরুল বলেন, ‘মঙ্গলবার সকাল ৭টার দিকে এলাকায় সংঘর্ষের খবর পেয়ে আমার ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করি। এখন পরিস্থিতি শান্ত আছে। সকালে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। কিছু বাড়িঘর ভাঙচুর হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’